০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত

  • আপডেট: ১১:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • 58

ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় মার্কিন সাহায্য তহবিল ব্যবহারের অভিযোগ নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২১ ফেব্রুয়ারি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা মার্কিন প্রশাসনের কিছু কর্মকাণ্ড ও অর্থায়ন সংক্রান্ত যে তথ্য প্রকাশিত হয়েছে, তা দেখেছি। এগুলো স্পষ্টতই গভীরভাবে উদ্বেগজনক। এতে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাসঙ্গিক বিভাগ ও সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে। এই মুহূর্তে এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং আশা করি, পরবর্তীতে এ বিষয়ে আপডেট দেওয়া সম্ভব হবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ ফেব্রুয়ারি মিয়ামিতে এক ভাষণে বলেন, “আমাদের কেন ভারতের ভোটার উপস্থিতির জন্য ২১ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে? ওয়াও, ২১ মিলিয়ন ডলার! আমি মনে করি, তারা কাউকে নির্বাচিত করার চেষ্টা করছিল।”

ওয়াশিংটন ডিসিতে ২০ ফেব্রুয়ারি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সভায় তিনি একই অভিযোগ পুনরায় করেন। ট্রাম্প বলেন, “২১ মিলিয়ন ডলার ভারতের ভোটার উপস্থিতির জন্য! কেন আমরা ভারতের ভোটার উপস্থিতি নিয়ে মাথা ঘামাচ্ছি? আমাদের নিজেদের নিয়েই অনেক সমস্যা আছে। আমাদের নিজেদের ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।”

এর আগে, ১৬ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) ঘোষণা করেছিল যে, তারা ভারতের ভোটার উপস্থিতির জন্য বরাদ্দকৃত ইউএসএআইডি-এর ২১ মিলিয়ন ডলার অর্থায়ন বাতিল করেছে। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত

প্রকাশ: ১১:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় মার্কিন সাহায্য তহবিল ব্যবহারের অভিযোগ নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২১ ফেব্রুয়ারি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা মার্কিন প্রশাসনের কিছু কর্মকাণ্ড ও অর্থায়ন সংক্রান্ত যে তথ্য প্রকাশিত হয়েছে, তা দেখেছি। এগুলো স্পষ্টতই গভীরভাবে উদ্বেগজনক। এতে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাসঙ্গিক বিভাগ ও সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে। এই মুহূর্তে এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং আশা করি, পরবর্তীতে এ বিষয়ে আপডেট দেওয়া সম্ভব হবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ ফেব্রুয়ারি মিয়ামিতে এক ভাষণে বলেন, “আমাদের কেন ভারতের ভোটার উপস্থিতির জন্য ২১ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে? ওয়াও, ২১ মিলিয়ন ডলার! আমি মনে করি, তারা কাউকে নির্বাচিত করার চেষ্টা করছিল।”

ওয়াশিংটন ডিসিতে ২০ ফেব্রুয়ারি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সভায় তিনি একই অভিযোগ পুনরায় করেন। ট্রাম্প বলেন, “২১ মিলিয়ন ডলার ভারতের ভোটার উপস্থিতির জন্য! কেন আমরা ভারতের ভোটার উপস্থিতি নিয়ে মাথা ঘামাচ্ছি? আমাদের নিজেদের নিয়েই অনেক সমস্যা আছে। আমাদের নিজেদের ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।”

এর আগে, ১৬ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) ঘোষণা করেছিল যে, তারা ভারতের ভোটার উপস্থিতির জন্য বরাদ্দকৃত ইউএসএআইডি-এর ২১ মিলিয়ন ডলার অর্থায়ন বাতিল করেছে। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক