০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রজাতন্ত্র দিবসে ডিআরডিও’র প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনী

  • আপডেট: ১১:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • 56

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ২৬ জানুয়ারি ২০২৫-এ নয়াদিল্লির কর্তব্য পথ-এ ৭৬তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে কেন্দ্রবিন্দুতে থাকবে। ‘রক্ষা কবচ – বহুমুখী হুমকির বিরুদ্ধে বহুস্তরীয় সুরক্ষা’ থিমের উপর ভিত্তি করে ডিআরডিও-এর ট্যাবলো ভারতের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করবে এবং প্রতিরক্ষা উৎপাদনে ‘আত্মনির্ভরতা’ অর্জনের প্রতি দেশের অঙ্গীকারকে প্রতিফলিত করবে।

ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শনী

ডিআরডিও-এর ট্যাবলোতে ভারতের শীর্ষ প্রতিরক্ষা গবেষণা সংস্থার উন্নত অস্ত্র ব্যবস্থা ও প্রযুক্তিগুলি প্রদর্শিত হবে। প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে—

কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার মিসাইল: স্বল্প পরিসরে আকাশ থেকে আসা হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা।

এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম: উন্নত নজরদারি ও শনাক্তকরণ ক্ষমতা প্রদানকারী শক্তিবর্ধক।

১৫৫ মিমি/৫২ ক্যালিবার অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম: দীর্ঘ-পাল্লার উচ্চ-নির্ভুলতা সম্পন্ন কামান।

ড্রোন ডিটেক্ট, ডিটার অ্যান্ড ডেস্ট্রয় সিস্টেম: আধুনিক যুদ্ধের জন্য উন্নত অ্যান্টি-ড্রোন প্রযুক্তি।

স্যাটেলাইট-ভিত্তিক নজরদারি ব্যবস্থা: বিস্তীর্ণ অঞ্চলের কৌশলগত রিয়েল-টাইম পর্যবেক্ষণ সক্ষমতা।

মিডিয়াম পাওয়ার রাডার – অরুদ্ধ্র: উন্নত প্রযুক্তির রাডার, যা একাধিক লক্ষ্য শনাক্ত করতে সক্ষম।

অ্যাডভান্সড লাইট ওয়েট টর্পেডো: কমপ্যাক্ট কিন্তু শক্তিশালী সামুদ্রিক অস্ত্র।

ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম – ধরাশক্তি: শত্রু যোগাযোগ ব্যাহত করার জন্য উন্নত ইলেকট্রনিক সিস্টেম।

লেজার-ভিত্তিক ডিরেক্টেড এনার্জি ওয়েপন: লেজার শক্তি ব্যবহার করে হুমকি প্রতিহত করার ভবিষ্যত অস্ত্র।

ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম: বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেম।

দেশীয় মানববিহীন বিমান ব্যবস্থা: ড্রোন প্রযুক্তিতে ভারতের অগ্রগতি তুলে ধরা।

ভি/ইউএইচএফ ম্যানপ্যাক সফটওয়্যার ডিফাইন্ড রেডিও: স্থল বাহিনীর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা।

দেশীয় নিরাপদ স্যাটেলাইট ফোন: প্রতিরক্ষা বাহিনীর জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা।

উগ্রাম অ্যাসল্ট রাইফেল: আধুনিক যুদ্ধের জন্য নির্ভরযোগ্য ও কার্যকর অস্ত্র।

২০২৪ সালের গুরুত্বপূর্ণ সাফল্য

প্রদর্শিত অস্ত্র ও প্রযুক্তির পাশাপাশি ডিআরডিও ২০২৪ সালের উল্লেখযোগ্য অর্জনও তুলে ধরবে। এর মধ্যে রয়েছে—

লং রেঞ্জ হাইপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল: অতুলনীয় গতি ও নির্ভুলতা সম্পন্ন পরবর্তী প্রজন্মের মিসাইল।

লাইট ওয়েট বুলেটপ্রুফ জ্যাকেট ‘অভেদ’: সৈন্যদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

দিব্যাস্ত্র – মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল: একাধিক ওয়ারহেড একসাথে মোতায়েন করতে সক্ষম অস্ত্র ব্যবস্থা।

‘জোরাওয়ার’ লাইট ট্যাঙ্ক: উচ্চ গতিশীলতা ও শক্তিশালী আগ্নেয়াস্ত্র ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক।

ডোর্নিয়ার মিড-লাইফ আপগ্রেড: রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অপটিক্যাল সিস্টেম উন্নত করার জন্য আধুনিকীকরণ প্রকল্প।

প্রথমবারের মতো ডিআরডিও ‘প্রলয়’ অস্ত্র ব্যবস্থা প্রদর্শন করবে, যা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি কৌশলগত ভূমি থেকে ভূমি মিসাইল।

ব্যাপক সহযোগিতা ও অংশগ্রহণ

ডিআরডিও-এর অবদান শুধুমাত্র ট্যাবলোতেই সীমাবদ্ধ নয়; সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্টগুলিতেও এর বিভিন্ন অস্ত্র ও প্রযুক্তি সংযুক্ত থাকবে, যেমন—

নাগ মিসাইল সিস্টেম: ফায়ার-অ্যান্ড-ফরগেট অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল।

পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার: নির্ভুলতা ও দ্রুত মোতায়েনের জন্য বিখ্যাত।

ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল: ভারতের প্রতিরক্ষা গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক।

আকাশ অস্ত্র ব্যবস্থা: মোবাইল এয়ার ডিফেন্স প্ল্যাটফর্ম।

শর্ট স্প্যান ব্রিজিংসিস্টেম (১০ মিটার): সাঁজোয়া ইউনিটের দ্রুত গতিশীলতা নিশ্চিত করা।

‘সঞ্জয়’ ও ‘প্রলয়’-এর অভিষেক

এই বছর প্রথমবারের মতো ‘ব্যাটল সার্ভেইল্যান্স সিস্টেম সঞ্জয়’ এবং ‘প্রলয়’ অস্ত্র ব্যবস্থা প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রদর্শিত হবে। দিল্লি এরিয়া চিফ অব স্টাফ মেজর জেনারেল সুমিত মেহতা বলেন, “প্যারেডে এই নতুন সংযোজনগুলি প্রতিরক্ষা খাতে ভারতের দেশীয় প্রযুক্তি উন্নয়নের প্রতি মনোযোগের প্রতিফলন ঘটায়।”

সাংস্কৃতিক ও সামরিক সংহতি

প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রতিরক্ষা অর্জনের পাশাপাশি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকেও উদযাপন করা হবে। টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, সরথ ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল, এবং অগ্নিবাণ মাল্টি-ব্যারেল রকেট সিস্টেম থাকবে। এছাড়াও, ৪০টি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং তিনটি ডোর্নিয়ার কোস্ট গার্ড প্লেনের মহাকাশ উড্ডয়ন ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করবে।

ভারতের আত্মনির্ভরতার প্রতীক

প্রজাতন্ত্র দিবসের ৭৬তম উদযাপনে ডিআরডিও-এর ট্যাবলো ভারতের প্রযুক্তিগত উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার প্রতিফলন ঘটাবে। ‘রক্ষা কবচ – বহুমুখী হুমকির বিরুদ্ধে বহুস্তরীয় সুরক্ষা’ থিমটি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতি মনোযোগকে তুলে ধরবে।

ডিআরডিও-এর অংশগ্রহণ প্রতিরক্ষা খাতে ভারতের ভবিষ্যৎ সক্ষমতার একটি দৃষ্টান্ত উপস্থাপন করবে, যা উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে ভারত একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

প্রজাতন্ত্র দিবসে ডিআরডিও’র প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনী

প্রকাশ: ১১:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ২৬ জানুয়ারি ২০২৫-এ নয়াদিল্লির কর্তব্য পথ-এ ৭৬তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে কেন্দ্রবিন্দুতে থাকবে। ‘রক্ষা কবচ – বহুমুখী হুমকির বিরুদ্ধে বহুস্তরীয় সুরক্ষা’ থিমের উপর ভিত্তি করে ডিআরডিও-এর ট্যাবলো ভারতের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করবে এবং প্রতিরক্ষা উৎপাদনে ‘আত্মনির্ভরতা’ অর্জনের প্রতি দেশের অঙ্গীকারকে প্রতিফলিত করবে।

ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শনী

ডিআরডিও-এর ট্যাবলোতে ভারতের শীর্ষ প্রতিরক্ষা গবেষণা সংস্থার উন্নত অস্ত্র ব্যবস্থা ও প্রযুক্তিগুলি প্রদর্শিত হবে। প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে—

কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার মিসাইল: স্বল্প পরিসরে আকাশ থেকে আসা হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা।

এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম: উন্নত নজরদারি ও শনাক্তকরণ ক্ষমতা প্রদানকারী শক্তিবর্ধক।

১৫৫ মিমি/৫২ ক্যালিবার অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম: দীর্ঘ-পাল্লার উচ্চ-নির্ভুলতা সম্পন্ন কামান।

ড্রোন ডিটেক্ট, ডিটার অ্যান্ড ডেস্ট্রয় সিস্টেম: আধুনিক যুদ্ধের জন্য উন্নত অ্যান্টি-ড্রোন প্রযুক্তি।

স্যাটেলাইট-ভিত্তিক নজরদারি ব্যবস্থা: বিস্তীর্ণ অঞ্চলের কৌশলগত রিয়েল-টাইম পর্যবেক্ষণ সক্ষমতা।

মিডিয়াম পাওয়ার রাডার – অরুদ্ধ্র: উন্নত প্রযুক্তির রাডার, যা একাধিক লক্ষ্য শনাক্ত করতে সক্ষম।

অ্যাডভান্সড লাইট ওয়েট টর্পেডো: কমপ্যাক্ট কিন্তু শক্তিশালী সামুদ্রিক অস্ত্র।

ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম – ধরাশক্তি: শত্রু যোগাযোগ ব্যাহত করার জন্য উন্নত ইলেকট্রনিক সিস্টেম।

লেজার-ভিত্তিক ডিরেক্টেড এনার্জি ওয়েপন: লেজার শক্তি ব্যবহার করে হুমকি প্রতিহত করার ভবিষ্যত অস্ত্র।

ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম: বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেম।

দেশীয় মানববিহীন বিমান ব্যবস্থা: ড্রোন প্রযুক্তিতে ভারতের অগ্রগতি তুলে ধরা।

ভি/ইউএইচএফ ম্যানপ্যাক সফটওয়্যার ডিফাইন্ড রেডিও: স্থল বাহিনীর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা।

দেশীয় নিরাপদ স্যাটেলাইট ফোন: প্রতিরক্ষা বাহিনীর জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা।

উগ্রাম অ্যাসল্ট রাইফেল: আধুনিক যুদ্ধের জন্য নির্ভরযোগ্য ও কার্যকর অস্ত্র।

২০২৪ সালের গুরুত্বপূর্ণ সাফল্য

প্রদর্শিত অস্ত্র ও প্রযুক্তির পাশাপাশি ডিআরডিও ২০২৪ সালের উল্লেখযোগ্য অর্জনও তুলে ধরবে। এর মধ্যে রয়েছে—

লং রেঞ্জ হাইপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল: অতুলনীয় গতি ও নির্ভুলতা সম্পন্ন পরবর্তী প্রজন্মের মিসাইল।

লাইট ওয়েট বুলেটপ্রুফ জ্যাকেট ‘অভেদ’: সৈন্যদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

দিব্যাস্ত্র – মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল: একাধিক ওয়ারহেড একসাথে মোতায়েন করতে সক্ষম অস্ত্র ব্যবস্থা।

‘জোরাওয়ার’ লাইট ট্যাঙ্ক: উচ্চ গতিশীলতা ও শক্তিশালী আগ্নেয়াস্ত্র ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক।

ডোর্নিয়ার মিড-লাইফ আপগ্রেড: রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অপটিক্যাল সিস্টেম উন্নত করার জন্য আধুনিকীকরণ প্রকল্প।

প্রথমবারের মতো ডিআরডিও ‘প্রলয়’ অস্ত্র ব্যবস্থা প্রদর্শন করবে, যা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি কৌশলগত ভূমি থেকে ভূমি মিসাইল।

ব্যাপক সহযোগিতা ও অংশগ্রহণ

ডিআরডিও-এর অবদান শুধুমাত্র ট্যাবলোতেই সীমাবদ্ধ নয়; সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্টগুলিতেও এর বিভিন্ন অস্ত্র ও প্রযুক্তি সংযুক্ত থাকবে, যেমন—

নাগ মিসাইল সিস্টেম: ফায়ার-অ্যান্ড-ফরগেট অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল।

পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার: নির্ভুলতা ও দ্রুত মোতায়েনের জন্য বিখ্যাত।

ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল: ভারতের প্রতিরক্ষা গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক।

আকাশ অস্ত্র ব্যবস্থা: মোবাইল এয়ার ডিফেন্স প্ল্যাটফর্ম।

শর্ট স্প্যান ব্রিজিংসিস্টেম (১০ মিটার): সাঁজোয়া ইউনিটের দ্রুত গতিশীলতা নিশ্চিত করা।

‘সঞ্জয়’ ও ‘প্রলয়’-এর অভিষেক

এই বছর প্রথমবারের মতো ‘ব্যাটল সার্ভেইল্যান্স সিস্টেম সঞ্জয়’ এবং ‘প্রলয়’ অস্ত্র ব্যবস্থা প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রদর্শিত হবে। দিল্লি এরিয়া চিফ অব স্টাফ মেজর জেনারেল সুমিত মেহতা বলেন, “প্যারেডে এই নতুন সংযোজনগুলি প্রতিরক্ষা খাতে ভারতের দেশীয় প্রযুক্তি উন্নয়নের প্রতি মনোযোগের প্রতিফলন ঘটায়।”

সাংস্কৃতিক ও সামরিক সংহতি

প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রতিরক্ষা অর্জনের পাশাপাশি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকেও উদযাপন করা হবে। টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, সরথ ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল, এবং অগ্নিবাণ মাল্টি-ব্যারেল রকেট সিস্টেম থাকবে। এছাড়াও, ৪০টি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং তিনটি ডোর্নিয়ার কোস্ট গার্ড প্লেনের মহাকাশ উড্ডয়ন ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করবে।

ভারতের আত্মনির্ভরতার প্রতীক

প্রজাতন্ত্র দিবসের ৭৬তম উদযাপনে ডিআরডিও-এর ট্যাবলো ভারতের প্রযুক্তিগত উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার প্রতিফলন ঘটাবে। ‘রক্ষা কবচ – বহুমুখী হুমকির বিরুদ্ধে বহুস্তরীয় সুরক্ষা’ থিমটি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতি মনোযোগকে তুলে ধরবে।

ডিআরডিও-এর অংশগ্রহণ প্রতিরক্ষা খাতে ভারতের ভবিষ্যৎ সক্ষমতার একটি দৃষ্টান্ত উপস্থাপন করবে, যা উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে ভারত একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক