ভারত-আমেরিকার নিরাপত্তা সহযোগিতাকে নতুন করে এগিয়ে নিতে, দুই দেশ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে সাইবার অপরাধ তদন্তে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে।
সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলি সাইবার হুমকির গোয়েন্দা তথ্য এবং ডিজিটাল ফরেনসিক ব্যবহার করে অপরাধ তদন্তে সহযোগিতা ও প্রশিক্ষণ বাড়াতে সক্ষম হবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতের পক্ষে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কাওত্রা এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি ক্রিস্টি ক্যানেগালো এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ভারতের পক্ষে এই সমঝোতা স্মারক বাস্তবায়নের দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইন্ডিয়ান সাইবারক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দায়িত্বে রয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, এবং এর অধীনস্থ সংস্থাগুলি যেমন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস সাইবার ক্রাইমস সেন্টার।
সাইবার অপরাধের জটিল সংযোগ রয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর সঙ্গে, যেমন সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা, সন্ত্রাস অর্থায়ন, মাদক পাচার, সংগঠিত অপরাধ, মানব পাচার, অবৈধ অভিবাসন, অর্থ পাচার এবং পরিবহন নিরাপত্তা।
সাইবার অপরাধ তদন্তে এই সমঝোতা স্মারকটি ভারত-আমেরিকার নিরাপত্তা সহযোগিতাকে আরও জোরদার করবে, যা দুই দেশের বিস্তৃত ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের অংশ। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক