এনামুল হক ছোটন : “খেলাধুলা বিনোদন সুস্থ দেহ সুস্থ মন”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহে অন্যতম দ্বীন ও ইসলামিক শিক্ষাকেন্দ্র তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা ও তানজিমুল উম্মাহ মাদ্রাসার ময়মনসিংহ শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ময়মনসিংহ জিলা স্কুলের হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুন।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা অধ্যক্ষ এর তাসলিম আহমেদ এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ ও তানযীমুল উম্মাহ মাদ্রাসা অধ্যক্ষ মাহমুদুল হাসান।ক্রীড়া প্রতিযোগিতায় ২৯ টি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়। রিয়াদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা ময়মনসিংহ শাখা।