রবিউল, জাবি প্রতিনিধিঃ
মঙ্গলবার (০২ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও আইন অনুষদের (সি ইউনিট) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
কতৃপক্ষসূত্রে জানা যায়- এ ইউনিটে মোট আবেদনকারী সংখ্যা ছিল ৫৩ হাজার ৪৩০ জন এবং আসন সংখ্যা ৪৬৬ টি।সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেয় ১১৪ জন।
ডিনসূত্রে জানা যায় – পরীক্ষায় উপস্থিতির হার ৮০.৫ শতাংশ।
পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট পাঁচ শিফটে। ফলাফল নিয়ে মিশ্র ব্যক্ত করে পরীক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করলেও অধিকাংশই বিতর্কিত মন্তব্য করেছেন। চট্টগ্রাম থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী নিপুণ বিশ্বাস দৈনিক নবযুগকে জানান – পরীক্ষা শিফট পদ্ধতিতে হয়েছে। কিন্তু ফলাফল শিফট নয়। এছাড়াও কোন শিফটে প্রশ্ন সহজ আবার কোন শিফটে প্রশ্ন কঠিন। এতে সবার মেধার যর্থার্থ মূল্যায়ন হচ্ছে না।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে নজর দেয়া উচিত।