প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগীতা করতে ভর্তি সহায়তা কেন্দ্র স্থাপণ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও অন্যান্য সংগঠনগুলো।
আগামী রবিবার (৩১ জুলাই) থেকে শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তার জন্য প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছাসেবক জাবি শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্র স্থাপণ কার্যক্রম চলমান। এখান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিচিতি, দিকনির্দেশনা,পরীক্ষা চলাকালীন সময়ে তাদের প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণমূলক সহায়তা প্রদান করা হবে।
এছাড়াও প্রয়োজনে তাদের থাকারও ব্যবস্থা করবে স্বেচ্ছাসেবক জাবি শিক্ষার্থীবৃন্দ। বিভিন্ন জেলা সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকেই সহায়তা কেন্দ্র স্থাপণ প্রক্রিয়া চলছে। যা পরিচালিত হবে স্ব স্ব সংগঠনগুলোর জাবি শিক্ষার্থীদের দ্বারা।
সহায়তা কেন্দ্র পরিচালনাকারী শিক্ষার্থীরা আশা করছেন তারা প্রশংসনীয় ভূমিকা রাখতে পারবেন এবং এ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপকৃত হবেন।