Dhaka 11:34 am, Saturday, 2 December 2023

  • Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/page/header_design_two.php on line 68

ভারতকে পরাশক্তি করতে চাই শক্তিশালী নৌবাহিনী: রাজনাথ

  • Reporter Name
  • Update Time : 04:23:45 am, Tuesday, 17 May 2022
  • 44 Time View

এক সঙ্গে জলে ভাসলো ভারতীয় নৌসেনার দুই আধুনিক যুদ্ধজাহাজ। মঙ্গলবার, মুম্বইয়ের ‘মাঝগাঁও ডক ইয়ার্ড’ থেকে আনুষ্ঠানিক ভাবে জাহাজগুলোকে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জাহাজ দুটোর নাম দেয়া হয়েছে, ডেস্ট্রয়ার আইএনএস সুরাট এবং ফ্রিগেট আইএনএস উদয়গিরি।

উদ্বোধন করতে গিয়ে রাজনাথ বলেন, “ভারতকে পরাশক্তিতে পরিণত করতে শক্তিশালী নৌবাহিনী আবশ্যক। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতের সামুদ্রিক সক্ষমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই যুদ্ধজাহাজগুলো বিশ্বের কাছে ভারতের কৌশলগত শক্তি এবং স্বনির্ভরতার দক্ষতাকে তুলে ধরেছে।”

তিনি আরও বলেন, “যদি কোনো দেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়, তাহলে তার উচিত মূল ভূখণ্ডের বাইরে বহুদূরে তার সামরিক শক্তি প্রদর্শন করা। কোনো দেশের যদি আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি হওয়ার আকাঙ্খা থাকে, তাহলে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে। সরকার এ দিকে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।”

এর আগে, সোমবার, এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছিলো, আইএনএস সুরাট হলো প্রজেক্ট ১৫বি ডেস্ট্রয়ারের ৪র্থ জাহাজ, যা পি১৫এ (কলকাতা ক্লাস) ডেস্ট্রয়ারের একটি বড় ওভারহল। এটি গুজরাটের বাণিজ্যিক শহরের নামানুসারে নামকরণ করা হয়েছে। শহরটির এক দীর্ঘ সামুদ্রিক এবং জাহাজ নির্মাণের ঐতিহ্য রয়েছে।

জানা গিয়েছে, ব্লক নির্মাণ পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে জাহাজ সুরাট। মুম্বাইয়ের এমডিএল এ জাহাজটিকে প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, প্রজেক্ট ১৫বি শ্রেণীর জাহাজগুলো হল ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রজন্মের স্টিলথ গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী, যা মাজগাঁও ডকস লিমিটেড, মুম্বাই-এ নির্মিতব্য। এই শ্রেণীর প্রথম জাহাজ ২০২১ সালে চালু করা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় জাহাজটি যাত্রা করেছে এবং সাজসজ্জা ও পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, আইএনএস উদয়গিরি হল প্রজেক্ট ১৭এ ফ্রিগেট-এর তৃতীয় জাহাজ এবং অন্ধ্র প্রদেশের বিখ্যাত পর্বত শ্রেণীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এগুলো উন্নত স্টিলথ বৈশিষ্ট্য, উন্নত অস্ত্র এবং সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম সহ পি১৭ ফ্রিগেট (শিবালিক ক্লাস) অনুসরণ করে বলে জানা গিয়েছে।

‘উদয়গিরি’ হল পূর্বের লিয়েন্ডার ক্লাস এএসডব্লিউ ফ্রিগেট ‘উদয়গিরি’-এর পুনর্জন্ম, যেটি ১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ থেকে ২৪ আগস্ট ২০০৭ পর্যন্ত তিন দশকেরও বেশি সময় ধরে দেশের প্রতি তার বর্ণাঢ্য সেবায় অসংখ্য চ্যালেঞ্জিং অপারেশন দেখেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, পি১৭এ প্রোগ্রামের অধীনে মোট সাতটি জাহাজ তৈরি করা হচ্ছে, যার মধ্যে চারটি এমডিএল এবং তিনটি জিআরএসই-তে।

প্রসঙ্গত, ১৫বি এবং পি১৭এ উভয় জাহাজই ভারতের অভ্যন্তরীণ নৌ নকশার ডিরেক্টরেট (ডিএনডি) কর্তৃক তৈরী করা হয়েছে। এসব জাহাজ নির্মাণের প্রায় ৭৫ শতাংশ কাচামাল দেশীয় সংস্থা বা কোম্পানীর থেকে নেয়া। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

Tag :

Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_two.php on line 177

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

Notice: Undefined index: footer_custom_code in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/footer.php on line 87

ভারতকে পরাশক্তি করতে চাই শক্তিশালী নৌবাহিনী: রাজনাথ

Update Time : 04:23:45 am, Tuesday, 17 May 2022

এক সঙ্গে জলে ভাসলো ভারতীয় নৌসেনার দুই আধুনিক যুদ্ধজাহাজ। মঙ্গলবার, মুম্বইয়ের ‘মাঝগাঁও ডক ইয়ার্ড’ থেকে আনুষ্ঠানিক ভাবে জাহাজগুলোকে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জাহাজ দুটোর নাম দেয়া হয়েছে, ডেস্ট্রয়ার আইএনএস সুরাট এবং ফ্রিগেট আইএনএস উদয়গিরি।

উদ্বোধন করতে গিয়ে রাজনাথ বলেন, “ভারতকে পরাশক্তিতে পরিণত করতে শক্তিশালী নৌবাহিনী আবশ্যক। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতের সামুদ্রিক সক্ষমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই যুদ্ধজাহাজগুলো বিশ্বের কাছে ভারতের কৌশলগত শক্তি এবং স্বনির্ভরতার দক্ষতাকে তুলে ধরেছে।”

তিনি আরও বলেন, “যদি কোনো দেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়, তাহলে তার উচিত মূল ভূখণ্ডের বাইরে বহুদূরে তার সামরিক শক্তি প্রদর্শন করা। কোনো দেশের যদি আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি হওয়ার আকাঙ্খা থাকে, তাহলে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে। সরকার এ দিকে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।”

এর আগে, সোমবার, এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছিলো, আইএনএস সুরাট হলো প্রজেক্ট ১৫বি ডেস্ট্রয়ারের ৪র্থ জাহাজ, যা পি১৫এ (কলকাতা ক্লাস) ডেস্ট্রয়ারের একটি বড় ওভারহল। এটি গুজরাটের বাণিজ্যিক শহরের নামানুসারে নামকরণ করা হয়েছে। শহরটির এক দীর্ঘ সামুদ্রিক এবং জাহাজ নির্মাণের ঐতিহ্য রয়েছে।

জানা গিয়েছে, ব্লক নির্মাণ পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে জাহাজ সুরাট। মুম্বাইয়ের এমডিএল এ জাহাজটিকে প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, প্রজেক্ট ১৫বি শ্রেণীর জাহাজগুলো হল ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রজন্মের স্টিলথ গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী, যা মাজগাঁও ডকস লিমিটেড, মুম্বাই-এ নির্মিতব্য। এই শ্রেণীর প্রথম জাহাজ ২০২১ সালে চালু করা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় জাহাজটি যাত্রা করেছে এবং সাজসজ্জা ও পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, আইএনএস উদয়গিরি হল প্রজেক্ট ১৭এ ফ্রিগেট-এর তৃতীয় জাহাজ এবং অন্ধ্র প্রদেশের বিখ্যাত পর্বত শ্রেণীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এগুলো উন্নত স্টিলথ বৈশিষ্ট্য, উন্নত অস্ত্র এবং সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম সহ পি১৭ ফ্রিগেট (শিবালিক ক্লাস) অনুসরণ করে বলে জানা গিয়েছে।

‘উদয়গিরি’ হল পূর্বের লিয়েন্ডার ক্লাস এএসডব্লিউ ফ্রিগেট ‘উদয়গিরি’-এর পুনর্জন্ম, যেটি ১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ থেকে ২৪ আগস্ট ২০০৭ পর্যন্ত তিন দশকেরও বেশি সময় ধরে দেশের প্রতি তার বর্ণাঢ্য সেবায় অসংখ্য চ্যালেঞ্জিং অপারেশন দেখেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, পি১৭এ প্রোগ্রামের অধীনে মোট সাতটি জাহাজ তৈরি করা হচ্ছে, যার মধ্যে চারটি এমডিএল এবং তিনটি জিআরএসই-তে।

প্রসঙ্গত, ১৫বি এবং পি১৭এ উভয় জাহাজই ভারতের অভ্যন্তরীণ নৌ নকশার ডিরেক্টরেট (ডিএনডি) কর্তৃক তৈরী করা হয়েছে। এসব জাহাজ নির্মাণের প্রায় ৭৫ শতাংশ কাচামাল দেশীয় সংস্থা বা কোম্পানীর থেকে নেয়া। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক