আগামীকাল প্রথমবারের মতো ভারত সফরে আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড কাসাউবন। ৩০ মার্চ থেকে ০১ এপ্রিল অবধি প্রায় তিনদিনব্যাপী সময়কাল ভারতে অবস্থান করবেন তিনি। তথ্যটি নিশ্চিত করে আজ, মঙ্গলবার, একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিকল্পে বিদ্যমান অংশীদারিত্বের সার্বিক পর্যালোচনা করার কথা রয়েছে তাঁদের। পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করবেন নেতৃদ্বয়। এছাড়া, ভারতে অবস্থানকালে মুম্বাইয়েও যাবার কথা রয়েছে ইব্রার্ড কাসাউবনের।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে মেক্সিকো সিটি ভ্রমণ করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেসময় ইব্রার্ডকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। শীর্ষ নেতৃত্বের এই সফর বিনিময়কে ইতিবাচক হিসেবে দেখছে বোদ্ধামহল। দু দেশের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ করতে এই বিষয়টি ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছে পররাষ্ট্র দপ্তরও।
প্রসঙ্গত, উত্তর আমেরিকা প্রদেশে মেক্সিকো ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং ২০২১-২২ মেয়াদে নিরাপত্তা পরিষদেও অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত পৃথিবীর ৫ম বৃহত্তম অর্থনীতি এবং মেক্সিকো বিশ্বের ১৫ তম বৃহত্তর অর্থনীতির দেশ।
এর আগে ২০১৬ সালে মেক্সিকো সফর করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে সম্পর্কের ক্ষেত্রেও ধারাবাহিকভাবে উন্নতি করছে দু দেশ। ২০১৮ সালে দু দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রথমবারের মতো ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক