মহামারী চলাকালে বাহরাইনে অবস্থানরত প্রবাসী ভারতীয় সম্প্রদায়কে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে চমৎকার দেখভাল করায় দেশটির নেতৃত্ব এবং সরকারের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন। ২৯ মার্চ, মঙ্গলবার, নয়াদিল্লীতে বাহরাইন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফার সাথে সাক্ষাতকালে এ মন্তব্য করেন তিনি। পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে।
আলোচনাকালে ভারত ও বাহরাইনের মধ্যকার ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেন উভয় নেতৃত্ব। উচ্চ পর্যায়ে পারস্পরিক সম্পর্ক ঘনীভূত হওয়ায় এসময় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুরালিধরণ।
জানা গিয়েছে, বৈঠক চলাকালে শেখ আবদুল্লাহর কাছ থেকে বাহরাইনের ইনস্ট্রুমেন্ট অফ সার্টিফিকেশন অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গ্রহণ করেন মুরালিধরণ। এর আগে, ভারতের সাথে পঞ্চম রাউন্ডের পররাষ্ট্র কর্মকর্তা পর্যায়ের বৈঠকে অংশ নেন শেখ আবদুল্লাহ। সে বৈঠকে ভারতের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের সচিব (সিপিভি ও ওআইএ) আওসাফ সাইদ।
উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ, হাইড্রোকার্বন এবং নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য ও ওষুধ, আইটি, ফিনটেক, খাদ্য নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচল, মহাকাশ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সংসদীয় সহযোগিতা, সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। যুব দক্ষতা উন্নয়ন এবং স্টার্টআপের উপর ফোকাস করে মানুষের সাথে সংযোগ স্থাপন করতেও আগ্রহ দেখিয়েছে উভয় পক্ষ।
এছাড়া, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও প্রভূত আলোচনা করেন কর্মকর্তাগণ। পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সভাপতিত্ব, এশিয়া সহযোগিতা সংলাপের নেতৃত্ব গ্রহণ করায় বাহরাইনের নেতৃত্বকে অভিনন্দন জানায় ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক