আগামী শুক্রবার ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। তাঁর এই সফর উপলক্ষ্যে সোমবার এক বার্তা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক তা জোরদারে দেউবার সফর ব্যাপক ভূমিকা রাখবে বলে সেখানে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গতবছর জুলাইয়ে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম ভারতে আসছেন দেউবা। সফরকালে ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
তাছাড়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্গর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও সাক্ষাৎ করবেন শের বাহাদুর দেউবা। উত্তর প্রদেশের বারানসীতেও যাবার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, ধর্মীয় মেলবন্ধন সহ ঐতিহাসিকভাবে দৃঢ় সম্পর্ক রয়েছে ভারত ও নেপালের। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক আরও উন্নত হয়েছে। পুরো করোনাকালীন সময়ে নেপালের পাশে বন্ধুত্বের হাত দিয়ে দাঁড়িয়েছিলো ভারত। আসন্ন সফরটিকে তাই গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিচ্ছে বোদ্ধামহল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক