আগামী ৩১ মার্চ রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস। ২৮ মার্চ, সোমবার, এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতির পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করবেন দুই নেতা।
উল্লেখ্য, বর্তমানে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন, এবং মহিলা ও সমতা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এলিজাবেথ ট্রাস। বিশ্বজুড়ে তিনি লিজ ট্রাস নামে সমধিক পরিচিত।
ভারত সফরকালে ইন্ডিয়া-ইউকে স্ট্র্যাটেজিক ফিউচার ফোরামের উদ্বোধনী সংস্করণেও অংশগ্রহণ করবেন লিজ ট্রাস। প্রসঙ্গত, এটি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স অ্যান্ড পলিসি এক্সচেঞ্জ, ইউকে কর্তৃক আয়োজিত দু দেশের মধ্যকার একটি সংলাপ।
ট্রাসের এবারের ভারত সফরকালে ভারত-যুক্তরাজ্যের রোডম্যাপ-২০৩০ নিয়েও ব্যাপক আলোচনা হওয়ার কথা রয়েছে। গতবছরের ০৪ মে উভয় দেশের প্রধানমন্ত্রীর যৌথ বৈঠকে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিলো।
উক্ত সামিটের পর দ্বিতীয়বারের মতো ভারতে আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর এবারের সফরটি দু দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু সহযোগিতা, শিক্ষা এবং ডিজিটাল যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও গভীর করতে সহায়তা করবে বলে আশাবাদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক