০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার স্থানীয় পুলিশের জন্য যোগ প্রকল্প চালু করলো ভারত

আর্জেন্টিনার নিরাপত্তা কর্মী ও কারা কর্মকর্তাদের শারীরিক, মানসিক এবং মননশীলতার সুস্থতার জন্য যোগ ব্যায়াম প্রকল্প চালু করেছে ভারত। ২৪ মার্চ, বৃহস্পতিবার, আর্জেন্টিনার ফেডারেল পুলিশের সাথে মিলে যৌথভাবে ‘যোগ ক্যাপাসিটেশন প্রজেক্ট’ নামে প্রকল্পটির উদ্বোধন করে সেখানে নিযুক্ত ভারতীয় দূতাবাস।

প্রকল্পটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আর্জেন্টিনায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া, দেশটির ফেডারেল পুলিশের প্রধান জুয়ান সি হার্নান্দেজ এবং আর্জেন্টিনা ফেডারেল পুলিশের ইনস্টিটিউটের ডিন। পরবর্তীতে প্রকল্প উদ্বোধনের একটি ছবি ব্যবহার করে এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় দূতাবাস।

এর আগে প্রকল্পের বিষয়ে কথা বলতে গত ১৭ মার্চ আর্জেন্টিনার বিচার ও মানবাধিকার মন্ত্রী মার্টিন সোরিয়ার সাথে একটি বৈঠক করেন ভারতীয় রাষ্ট্রদূত ভাটিয়া। বৈঠকের সময় দুজনের মধ্যে নিরাপত্তা বাহিনী, কারা কর্তৃপক্ষ এবং আর্জেন্টিনার কারাগারের বন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগ প্রবর্তনের বিষয়ে বিশদ আলোচনা হয়েছিল।

এসময়, মানসিক চাপ কমাতে ও সুস্থ থাকতে যোগ ব্যায়ামের উপকারিতার কথা আর্জেন্টাইন মন্ত্রীর কাছে তুলে ধরেন ভারতীয় দূত। এর প্রেক্ষিতে দু দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ভূমিকা নেয়ায় ভারতীয় দূতকে কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন মন্ত্রী।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এ বিষয়ে একটি রেজুলেশনও গ্রহণ করেছিলো জাতিসংঘ। কিছুদিন পূর্বেও নয়াদিল্লীতে আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আর্জেন্টিনার স্থানীয় পুলিশের জন্য যোগ প্রকল্প চালু করলো ভারত

প্রকাশ: ০৬:৩০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

আর্জেন্টিনার নিরাপত্তা কর্মী ও কারা কর্মকর্তাদের শারীরিক, মানসিক এবং মননশীলতার সুস্থতার জন্য যোগ ব্যায়াম প্রকল্প চালু করেছে ভারত। ২৪ মার্চ, বৃহস্পতিবার, আর্জেন্টিনার ফেডারেল পুলিশের সাথে মিলে যৌথভাবে ‘যোগ ক্যাপাসিটেশন প্রজেক্ট’ নামে প্রকল্পটির উদ্বোধন করে সেখানে নিযুক্ত ভারতীয় দূতাবাস।

প্রকল্পটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আর্জেন্টিনায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া, দেশটির ফেডারেল পুলিশের প্রধান জুয়ান সি হার্নান্দেজ এবং আর্জেন্টিনা ফেডারেল পুলিশের ইনস্টিটিউটের ডিন। পরবর্তীতে প্রকল্প উদ্বোধনের একটি ছবি ব্যবহার করে এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় দূতাবাস।

এর আগে প্রকল্পের বিষয়ে কথা বলতে গত ১৭ মার্চ আর্জেন্টিনার বিচার ও মানবাধিকার মন্ত্রী মার্টিন সোরিয়ার সাথে একটি বৈঠক করেন ভারতীয় রাষ্ট্রদূত ভাটিয়া। বৈঠকের সময় দুজনের মধ্যে নিরাপত্তা বাহিনী, কারা কর্তৃপক্ষ এবং আর্জেন্টিনার কারাগারের বন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগ প্রবর্তনের বিষয়ে বিশদ আলোচনা হয়েছিল।

এসময়, মানসিক চাপ কমাতে ও সুস্থ থাকতে যোগ ব্যায়ামের উপকারিতার কথা আর্জেন্টাইন মন্ত্রীর কাছে তুলে ধরেন ভারতীয় দূত। এর প্রেক্ষিতে দু দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ভূমিকা নেয়ায় ভারতীয় দূতকে কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন মন্ত্রী।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এ বিষয়ে একটি রেজুলেশনও গ্রহণ করেছিলো জাতিসংঘ। কিছুদিন পূর্বেও নয়াদিল্লীতে আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক