০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ থাকলো ভারত

রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখলো ভারত। এবার রাশিয়ার আনা এক প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। ভারতের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও ১২ সদস্য (ভারত সহ মোট ১৩ রাষ্ট্র) রাশিয়ার এই প্রস্তাবনার পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকে। রাশিয়ার পাশাপাশি শুধুমাত্র চীন এই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে।

রাশিয়া প্রস্তাবে বলেছে, মানবিক কর্মী, নারী ও শিশু সহ ইউক্রেনের নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। সাধারণ নাগরিকদের নিরাপদ ও দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আলোচনা প্রয়োজন। এর জন্য প্রয়োজনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। এই আবহে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এই প্রস্তাবের প্রেক্ষিতে ভোটদান থেকে বিরত থাকে। কোনও দেশই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি।

এদিকে নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরা প্রস্তাবে ভোটাভুটি হয়ে যাওয়ার পর বিবৃতি দিয়েছে। তবে ভারত তা এড়িয়ে যায়। এর আগে, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে নিরাপত্তা পরিষদে দু’বার এবং সাধারণ সভায় একবার ভোটে অংশ নেয়নি ভারত।

এদিকে রাশিয়ার এই প্রস্তাবকে দুঃসাহসী বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে নিরাপত্তা পরিষদের এই ভোটাভুটির ঠিক পূর্ব মুহূর্তে নিউইয়র্কে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ থাকলো ভারত

প্রকাশ: ০৬:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখলো ভারত। এবার রাশিয়ার আনা এক প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। ভারতের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও ১২ সদস্য (ভারত সহ মোট ১৩ রাষ্ট্র) রাশিয়ার এই প্রস্তাবনার পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকে। রাশিয়ার পাশাপাশি শুধুমাত্র চীন এই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে।

রাশিয়া প্রস্তাবে বলেছে, মানবিক কর্মী, নারী ও শিশু সহ ইউক্রেনের নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। সাধারণ নাগরিকদের নিরাপদ ও দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আলোচনা প্রয়োজন। এর জন্য প্রয়োজনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। এই আবহে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এই প্রস্তাবের প্রেক্ষিতে ভোটদান থেকে বিরত থাকে। কোনও দেশই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি।

এদিকে নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরা প্রস্তাবে ভোটাভুটি হয়ে যাওয়ার পর বিবৃতি দিয়েছে। তবে ভারত তা এড়িয়ে যায়। এর আগে, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে নিরাপত্তা পরিষদে দু’বার এবং সাধারণ সভায় একবার ভোটে অংশ নেয়নি ভারত।

এদিকে রাশিয়ার এই প্রস্তাবকে দুঃসাহসী বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে নিরাপত্তা পরিষদের এই ভোটাভুটির ঠিক পূর্ব মুহূর্তে নিউইয়র্কে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক