দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতকরণে এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত ও ওমান। ২৩ মার্চ, বুধবার, নয়াদিল্লীতে দু দেশের মধ্যে অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওমানের নেতৃত্ব দেন সালতানাতের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদি। পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক বার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়। উল্লেখ্য, দায়িত্ব নেয়ার পর এটিই ওমানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর।
বিবৃতিতে বলা হয়ছে, আরব সাগরের উপকণ্ঠে অবস্থানরত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারত ও ওমানের। আলোচনায় অংশ নেয়া উভয় মন্ত্রীই দু দেশের মধ্যকার ঘনিষ্ঠ কৌশলত অংশীদারিত্বের বিকাশে একমত হোন।
এসময়, দু দেশের মধ্যকার সম্পর্কোন্নয়নে ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের অপরিসীম অবদানের কথা স্মরণ করেন উভয় নেতা। উল্লেখ্য, প্রয়াত সুলতানের দূরদর্শী নেতৃত্ব, শান্তি প্রচারের জন্য তাঁর প্রচেষ্টা এবং ভারতের সাথে সম্পর্কোন্নয়নে তাঁর অবিস্মরণীয় ভূমিকার জন্য ২০১৯ সালে ভারত সরকার তাকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করে।
আলোচনার এক পর্যায়ে, রাজনৈতিক, কৌশলগত, প্রতিরক্ষা, অর্থনীতি, শক্তি, বিনিয়োগ, মহাকাশ, খনি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, কনস্যুলার এবং মানবিক খাত সহ সহযোগিতার বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন দুই মন্ত্রী। এসব ইস্যুতে ইতোমধ্যে গৃহীত যৌথ প্রস্তাবনাগুলো শীঘ্রই বাস্তবায়নের উপরও জোর দেন তারা।
গতকালের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহ সম্পর্কে ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,
Ø প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের মধ্যে টেলিফোনে কথোপকথন সহ সকল স্তরে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা
Ø পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক এবং যোগাযোগ
Ø ওমানের প্রতিরক্ষা মন্ত্রকের সেক্রেটারি জেনারেলের ভারত সফর
Ø যৌথ সামরিক সহযোগিতা কমিটির (জেএমসিসি) সভা
Ø পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ বিনিময় আয়োজন
Ø ভারতের নৌবাহিনী প্রধানের ওমান সফর
Ø ওমানের রয়্যাল নেভির কমান্ডারের ভারত সফর
Ø ভারতে দ্বিপাক্ষিক বিমান বাহিনীর মহড়া
Ø জয়েন্ট মেরিটাইম কমিটির সভাসহ ইত্যাদি
এসময়, দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্য স্তরেও সম্পর্ক বাড়ানোর বিষয়ে মত দেন দুই নেতা। এই উদ্দেশ্য বাস্তবায়নে যথাসম্ভব শীঘ্রই বাণিজ্যমন্ত্রীদের নেতৃত্বে যৌথ কমিশনের বৈঠক আয়োজনের উপরও জোর দেন তারা।
তাছাড়া, বিদ্যমান সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা পূর্বক সন্তুষ্টিও প্রকাশ করেন জয়শঙ্কর এবং আলবুসাইদি। পাশাপাশি সামরিক ও অন্যান্য খাতে সম্পর্ক বাড়ানোর বিষয়টিও স্বাগত জানান তারা। গত ফেব্রুয়ারিতে দু দেশের মধ্যে অনুষ্ঠিত ১১ তম যৌথ সামরিক সহযোগিতা কমিটির সভার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় নেতা।
প্রসঙ্গত, ওমানের সঙ্গে গভীর কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের এবং বিভিন্ন ইস্যুতে বহুপাক্ষিক ফোরামগুলোতে এঁকে অন্যকে সমর্থন দিয়ে থাকে দেশ দুটো। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), আরব লীগ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) ফোরামে গুরুত্বপূর্ণ মিত্র এই দুটি রাষ্ট্র।
এর আগে গত মাসের শুরুতেও ওমানের প্রতিরক্ষা দপ্তরের মহাসচিব মোহাম্মদ বিন নাসের বিন আলি আল-জাবির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে এবং ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওমানের রয়্যাল নেভির কমান্ডার ইন চীফ (সিআরএনও) রিয়ার অ্যাডমিরাল সাইফ আল-রাহবি। বৈঠককালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেছিলেন তারা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক