চলমান ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বের জেরে বিশ্বজুড়েই দেখা দিয়েছে বাণিজ্য ঘাটতি এবং অসামান্য খরচ বৃদ্ধি। এমতাবস্থায়, সম্ভাব্য ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে চুক্তিবদ্ধ হলো ভারত এবং ইসরায়েল। ২১ মার্চ, সোমবার, ২০২২ হতে পরবর্তী পাঁচ বছরের জন্য মুরিয়েট অফ পটাশ সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে ভারত এবং ইসরায়েলের সার কোম্পানিগুলো।
চুক্তিটি স্বাক্ষরিত হয় ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের আওতাধীন সার বিভাগের অধীনস্থ ভারতীয় পটাশ লিমিটেড (আইপিএল) এবং ইসরায়েল কেমিক্যালস লিমিটেড (আইসিএল)-এর মধ্যে। ২০২২ থেকে ২০২৭ সাল অবধি পাঁচ বছর সময়কালের জন্য কার্যকর হবে এই চুক্তি। এই চুক্তির আওতায় সারের বার্ষিক রপ্তানির পরিমাণ হবে ০৬ থেকে ৬.৫ লক্ষ মেট্রিক টন।
ধারণা করা হচ্ছে, ক্রমবর্ধমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং সেই অঞ্চল থেকে সরবরাহকৃত পটাশ ও অন্যান্য সারের ক্রমবর্ধমান ব্যয়ের কারণে পটাশের সরবরাহ শৃঙ্খলের পরিপ্রেক্ষিতে চুক্তিটি তাৎপর্যপূর্ণ প্রমাণিত হবে। পরবর্তীতে ভারতের ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চুক্তির বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্দাভিয়া বলেন, “ভারত এবং ইসরায়েল পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে একটি বিস্তৃত অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক ভাগ করে নেয়। ভারতের কৃষি সেক্টরের বিপুল সম্ভাবনা রয়েছে এবং চুক্তিটি আমাদের সহযোগিতা ও উদ্ভাবনের যথেষ্ট সুযোগ প্রদান করবে। ভারত ও ইসরায়েলের উচিত সার খাতে গবেষণার ক্ষেত্রে একসঙ্গে কাজ করা, যাতে কৃষক সম্প্রদায়ের উপকার হয়।”
এসময় মন্ত্রী আরও বলেন, “ভারত সরকার সারের সুবিবেচনামূলক ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষকদের আয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই, সার ব্যবহার উন্নত করতে এবং বিকল্প পরিবেশ বান্ধব সার ব্যবহারে আমরা ইসরায়েলের সহযোগিতা চেয়েছি।”
মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, “চুক্তিটি আমাদের দেশের মুরিয়েট অফ পটাশ উৎপাদন বাড়ানোর দিকে একটি যুগান্তকারী পদক্ষেপ। টি দেশে কৃষি উৎপাদনকে আরও উৎসাহিত করবে যার ফলে কৃষক সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নতি হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসরায়েল কেমিক্যালস লিমিটেডের গ্লোবাল প্রেসিডেন্ট ইলাদ আহারনসন। ইন্ডিয়ান পটাশ লিমিটেডের মাধ্যমে ভারতের সাথে তার কোম্পানির অ্যাসোসিয়েশনকে স্বাগত জানিয়েছেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক