সম্প্রতি ভারতের বিষয়ে প্রশংসার সুর শোনা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গলায়। ইমরান খান ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করেছেন। তারপরই জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। ইমরানের এই মন্তব্যের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।
গত ২১ মার্চ, সোমবার, ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, “ভারত নিজেদের পররাষ্ট্রনীতির বিভিন্ন উদ্যোগের জন্য বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে এবং শুধুমাত্র একজন এই প্রশংসা করেছে, সেটি বলা ভুল হবে।”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজ্ঞ এই কূটনীতিক বলেন, “শুধুমাত্র একজন ব্যক্তি (আমাদের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন) বললে ভুল হবে। পররাষ্ট্র সম্পর্কিত আমাদের বহু উদ্যোগের জন্য আমরা বিশ্বব্য়াপী প্রশংসা পেয়েছি। আমি মনে করি আমাদের রেকর্ড নিজেই কথা বলে।”
প্রসঙ্গত, গতকালই ভারত নিয়ে নরম সুর শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রীর গলায়। পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খাইবার পাখতুনওয়াতে এক জনসভায় ইমরান খান বলেছেন, “ভারতমার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোয়াড জোটের সদস্য অন্যতম সদস্য। কিন্তু তবুও ভারত নিজেকে নিরপেক্ষ বলে। নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। কারণ ভারতের বিদেশ নীতি সেদেশের জনগণের জন্য।”
ভারতের প্রশংসা করে তিনি আরও বলেন, “ভারতের বিদেশ নীতি ভারতীয়দের জন্য। ম্যায় আজ হিন্দুস্তান কো দাদ দেতা হুঁ (আমি আজ ভারতকে অভিবাদন জানাই)। ভারত সবসময় একটি স্বাধীন বিদেশ নীতি বজায় রেখেছে।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি শ্রিংলা প্রধানমন্ত্রী মোদীর সাথে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল সামিট নিয়েও বলেন। এদিন ভার্চুয়াল বৈঠকে দুই নেতা রাশিয়া-ইউক্রেন ইস্যু নিয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন তাঁরা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক