আগামী ৩ এপ্রিল তিন দিনের সফরে ভারতে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার সকালে টুইট করে এমনটাই জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। প্রধানমন্ত্রী হিসেবে এটাই বেনেটের প্রথম ভারত সফর।
এপ্রিলেই ভারত-ইজরায়েল কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি হবে৷ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার বার্তা নিয়ে আগামী ৩ এপ্রিল বেনেট আসছেন ভারতে৷ সফর সেরে ৫ এপ্রিল তিনি ফিরে যাবেন ইজরায়েল৷
ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে দুই দেশের সম্পর্ক৷ প্রযুক্তি, নিরাপত্তা, সাইবার, কৃষি এবং আবহাওয়া পরিবর্তনের মতো বিষয়গুলোতে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে দুই দেশ৷ নয়াদিল্লি মনে করে, বেনেটের ভারত সফর ওই ক্ষেত্রগুলোতে দুই দেশের কাজের প্রসার আরও বাড়বে৷
বেনেটের সঙ্গে মোদীর প্রথম দেখা হয়েছিল গত বছর অক্টোবরে গ্লাসগোতে রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া পরিবর্তন সম্মেলনে৷ সম্মেলনের ফাঁকে মোদী ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন৷
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন বেনেট৷ ভারতের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে কথা বলতে পারে তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক