প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল বৈঠকের আগেই অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরত পাঠানো হলো অতীতে পাচার করা ২৯টি প্রাচীন সাংস্কৃতিক স্থাপত্য। দেশে ফেরানোর পর মোদী নিজে এই পুরাকীর্তিগুলো পরিদর্শন করেন, যেখানে ছিল শিব ও তাঁর শিষ্যদের ছয়টি বিভাগ, শক্তির উপাসনা, ভগবান বিষ্ণু ও তাঁর ভিন্ন রূপ, জৈন ঐতিহ্য, প্রতিকৃতি ও আলঙ্কারিক বস্তু।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতে ফিরিয়ে আনা এই ভাস্কর্য, চিত্রকর্ম এবং প্রত্নবস্তুগুলো রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং পশ্চিমবঙ্গ থেকে চুরি করা হয়েছিলো। এই বস্তুগুলো বিভিন্ন সময়কাল থেকে এসেছে, যা মনে করা হচ্ছে ৯-১০ খ্রীষ্টাব্দের।
প্রসঙ্গত, এর আগেও ভারতে বিদেশ থেকে ফেরানো হয়েছে মহামূল্যবান পুরাকীর্তি। ইতোপূর্বে, নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ভারতে ২০০টির বেশি মূর্তি-পুরাকীর্তি ফিরিয়ে আনা হয়েছে দেশে। একাধিক দেশ এই কাজে ভারতকে সহায়তা করেছে বলেও জানান মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক