০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জরুরী পণ্য সংগ্রহে শ্রীলঙ্কাকে ১ বিলিয়ন ডলার দিলো ভারত

শ্রীলঙ্কার ভয়াবহ আর্থিক সঙ্কট মেটাতে পাশে দাঁড়ালো ভারত। দেশটিকে আবারও প্রায় ০১ বিলিয়ন ডলার ঋণ দিলো নরেন্দ্র মোদীর সরকার। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারের সাহায্যে এমন পদক্ষেপ নিলো নয়াদিল্লী।

১৭ মার্চ, বৃহস্পতিবার, নয়াদিল্লিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে ক্রেডিট সুবিধার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মূলত, জরুরী ভিত্তিতে খাবার, ওষুধ ও অত্যাবশ্যকীয় পণ্য কেনার জন্য এই আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে দুদিনের সফরে দিল্লি এসেছেন। সেখানেই এ ব্যাপারে কথাবার্তা হয়েছে।

চুক্তিকালে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং সফররত লঙ্কান অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে ভারতের অর্থ মন্ত্রণালয়। চুক্তি নিয়ে টুইট করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “ভারতের প্রতিবেশী প্রথম নীতির সঙ্গে সঙ্গতি রেখে শ্রীলংকার এই সংকটকালে পাশে দাঁড়িয়েছি আমরা। প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যাদি ক্রয় করতে দেশটিকে ১ বিলিয়ন ডলার ঋণ সুবিধা দেয়া হয়েছে।”

এদিকে বুধবার মোদীর সঙ্গে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী দেখা করেন। মোদী বলেন, ভারত শ্রীলঙ্কার মানুষের পাশে থাকবেন। পররাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিবৃতিতে একথা উল্লেখ করা হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ আর্থিক সংকট। এর সঙ্গেই কলম্বোতে একের পর এক বিক্ষোভ কর্মসূচি। প্রেসিডেন্টের দফতরের সামনেও বিরোধীদের বিক্ষোভ চলছে। এসবের মধ্যেই ভারত সফরে এলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী।

এ নিয়ে ডিসেম্বরের পর দ্বিতীয়বার ভারত সফরে এলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী। মূলত আর্থিক সংকট মেটানোই এখন তাঁর বড় লক্ষ্য। সূত্রের খবর মোদীর সঙ্গে বৈঠকে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বার বার ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

এই সংকটের দিনে শ্রীলঙ্কার পাশে থাকার জন্য় ভারতের কাছে কৃতজ্ঞতা জানান বাসিল রাজাপাকসে। বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার মৎস্যজীবীদের জীবনচর্চার মান উন্নত করা, সমুদ্রের বাস্তুতন্ত্রকে ঠিক রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

জরুরী পণ্য সংগ্রহে শ্রীলঙ্কাকে ১ বিলিয়ন ডলার দিলো ভারত

প্রকাশ: ০৩:২১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

শ্রীলঙ্কার ভয়াবহ আর্থিক সঙ্কট মেটাতে পাশে দাঁড়ালো ভারত। দেশটিকে আবারও প্রায় ০১ বিলিয়ন ডলার ঋণ দিলো নরেন্দ্র মোদীর সরকার। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারের সাহায্যে এমন পদক্ষেপ নিলো নয়াদিল্লী।

১৭ মার্চ, বৃহস্পতিবার, নয়াদিল্লিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে ক্রেডিট সুবিধার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মূলত, জরুরী ভিত্তিতে খাবার, ওষুধ ও অত্যাবশ্যকীয় পণ্য কেনার জন্য এই আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে দুদিনের সফরে দিল্লি এসেছেন। সেখানেই এ ব্যাপারে কথাবার্তা হয়েছে।

চুক্তিকালে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং সফররত লঙ্কান অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে ভারতের অর্থ মন্ত্রণালয়। চুক্তি নিয়ে টুইট করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “ভারতের প্রতিবেশী প্রথম নীতির সঙ্গে সঙ্গতি রেখে শ্রীলংকার এই সংকটকালে পাশে দাঁড়িয়েছি আমরা। প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যাদি ক্রয় করতে দেশটিকে ১ বিলিয়ন ডলার ঋণ সুবিধা দেয়া হয়েছে।”

এদিকে বুধবার মোদীর সঙ্গে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী দেখা করেন। মোদী বলেন, ভারত শ্রীলঙ্কার মানুষের পাশে থাকবেন। পররাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিবৃতিতে একথা উল্লেখ করা হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ আর্থিক সংকট। এর সঙ্গেই কলম্বোতে একের পর এক বিক্ষোভ কর্মসূচি। প্রেসিডেন্টের দফতরের সামনেও বিরোধীদের বিক্ষোভ চলছে। এসবের মধ্যেই ভারত সফরে এলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী।

এ নিয়ে ডিসেম্বরের পর দ্বিতীয়বার ভারত সফরে এলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী। মূলত আর্থিক সংকট মেটানোই এখন তাঁর বড় লক্ষ্য। সূত্রের খবর মোদীর সঙ্গে বৈঠকে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বার বার ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

এই সংকটের দিনে শ্রীলঙ্কার পাশে থাকার জন্য় ভারতের কাছে কৃতজ্ঞতা জানান বাসিল রাজাপাকসে। বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার মৎস্যজীবীদের জীবনচর্চার মান উন্নত করা, সমুদ্রের বাস্তুতন্ত্রকে ঠিক রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক