অ্যাক্ট ইস্ট ফোরামের (এইএফ) ষষ্ঠ যৌথ সভা করেছে ভারত-জাপান। গত ১৫ মার্চ, মঙ্গলবার, নয়াদিল্লীতে সংযোগ, জলবিদ্যুৎ এবং বন ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর।
বৈঠকে ভারতীয় দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। অন্যদিকে, জাপানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত সুজুকি সাতোশি। এছাড়াও, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান ফাউন্ডেশনের (জেএফ) কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, উভয় পক্ষই সংযোগ, জলবিদ্যুৎ, বন ব্যবস্থাপনা, জল সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন, দক্ষতা উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছে। সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরী করতেও মতবিনিময় করেন তারা।
উল্লেখ্য, সর্বশেষ গত বছর জানুয়ারি মাসে ভারত ও জাপানের কর্মকর্তাগণ অ্যাক্ট ইস্ট ফোরামের পঞ্চম সভা করেছিলো। সেসময়ও ভারত-জাপান দ্বিপাক্ষিক সহযোগিতার অধীনে গৃহীত বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করেছিলো দু পক্ষ। সেবার স্বাস্থ্যসেবা, কৃষি-শিল্প এবং এসএমই, বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়ন, স্মার্ট সিটি, পর্যটন এবং জনগণের মধ্যে বিনিময়ের মতো নতুন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মতামত বিনিময় করেন তারা।
প্রসঙ্গত, ২০১৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফরের সময় স্বাক্ষরিত হয়েছিলো অ্যাক্ট ইস্ট ফোরাম চুক্তি। ফোরামটি ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-এর অধীনে ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ এবং উত্তর-পূর্ব অঞ্চলে ভারত-জাপান সহযোগিতার জন্য জাপানের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে কাজ করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক