দ্বিপাক্ষিক সম্পর্কের গতি নব উদ্যমে এগিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছে ভারত ও কানাডা। ১৪ মার্চ, সোমবার, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-কানাডা ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) সময় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকের পর এসব তথ্য নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, উভয় পক্ষ রাজনৈতিক, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি, কনস্যুলার এবং গতিশীলতার মতো ডোমেনে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছে।
এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে দ্বিপাক্ষিক সংলাপ ও ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিত আয়োজনের বিষয়ে একমত পোষণ করেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনাকালে বিদ্যমান বৈশ্বিক নানা প্রেক্ষাপট, বহুপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেছেন তারা।
আলোচনায়, ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। অন্যদিকে, কানাডার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কানাডার বৈশ্বিক বিষয়ক উপমন্ত্রী মার্টা মরগান।
পরবর্তী সম্ভাব্য বৈঠক কানাডার অটোয়াতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক