শ্রীলঙ্কার উত্তর প্রদেশের জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এক বিশেষ সহায়তা কর্মসূচি চালু করেছে ভারত। গত ১৩ মার্চ, রবিবার, শ্রীলঙ্কায় মানবিক সহায়তায় বিভিন্ন কর্মসূচি পালন করে সেখানে নিযুক্ত ভারতীয় দূতাবাস। পাশাপাশি দেশটির জাফনায় ভারতের তত্ত্বাবধানে একটি কৃত্রিম অঙ্গ লাগানোর শিবিরও উদ্বোধন করা হয়েছে।
এসব কর্মসূচির আওতায় শ্রীলঙ্কার জাফনা, মুল্লাইটিভু, কিলিনোচ্চি এবং মান্নার জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ১২০০ জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির অধীনে খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় গৃহস্থালি দ্রব্য উপহার দিচ্ছে ভারত।
ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে জাফনায় শ্রীলঙ্কার মৎস্যমন্ত্রী ডগলাস দেবানন্দের সাথে মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়। আগামী দিনে উত্তর প্রদেশ জুড়ে অন্যান্য অঞ্চলেও এসব সহায়তা সামগ্রী পাঠানো হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতা করার সময় ভারতীয় হাইকমিশনার বাগলে বলেন, “ভারত একটি ভ্রাতৃপ্রতিম দেশ, যা শ্রীলঙ্কার জনগণের জন্য যত্নশীল এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে। ভারত সরকার এবং শ্রীলঙ্কা সরকার উভয়ই দু দেশের জেলে সম্প্রদায়ের সমস্যাগুলোর সমাধানের জন্য একসাথে কাজ করছে।”
এসময়, দু দেশের মধ্যকার গভীর সাংস্কৃতিক ঐতিহ্য ও কালচারকে বাচিয়ে রাখার উপর তাগাদা দেন তিনি। পাশাপাশি কাছাতেভুতে সেন্ট অ্যান্থনির মাজারে বার্ষিক উৎসবে ভারতীয় জেলে ও অন্যান্য তীর্থযাত্রীদের সফরের সুবিধা দেওয়ার জন্য লঙ্কান মৎস্যমন্ত্রী দেবানন্দ সহ শ্রীলঙ্কার নেতৃত্বকে ধন্যবাদ জানান ভারতীয় কূটনীতিক।
মানবিক সহায়তা কর্মসূচির জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী দেবানন্দ বলেছেন, “উৎসবের জন্য ভারতীয় তীর্থযাত্রীর সংখ্যা পরের বছর আরও বাড়ানো হবে।”
এসবের পাশাপাশি ভারতীয় হাইকমিশনার জাফনায় একটি কৃত্রিম অঙ্গ ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ ফিটমেন্টের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশ্বের বৃহত্তম সংস্থা ভগবান মহাবীর বিকলাং সহায়তা সমিতি (বিএমভিএসএস) দ্বারা আয়োজিত একটি কৃত্রিম অঙ্গ ফিটমেন্ট ক্যাম্পেরও উদ্বোধন করেন।
এর আগেও, তামিলদের ঐতিহ্যবাহী পোঙ্গল উৎসব উপলক্ষ্যে শ্রীলঙ্কার কৃষি অধ্যুষিত জেলা গুলোতে বসবাসরত তামিল সম্প্রদায়কে আরও ১০০০ বাড়ি হস্তান্তর করেছিলো ভারত। ১৫ জানুয়ারী লঙ্কায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ধাপে শ্রীলঙ্কার তামিল এস্টেট কর্মীদের জন্য সাতটি জেলা জুড়ে বিস্তৃত কৃষি অধ্যুষিত এলাকায় চার হাজারটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। এর মাঝে প্রথম তিন হাজার বাড়ির চাবি ন্যায্য পাওনাদারদের নিকট হস্তান্তর করা হয়েছে। আরও ৭৫০ টি বাড়ি দ্রুত হস্তান্তর করা হবে।
শ্রীলঙ্কার কোটাগালায় এই হস্তান্তর অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে, শ্রীলঙ্কার যুব, ক্রীড়া ও উন্নয়ন সমন্বয় মন্ত্রী নমাল রাজাপাকসে এবং এস্টেট হাউজিং ও কমিউনিটি ইনফ্রাস্ট্রাকচার প্রতিমন্ত্রী জীবন থন্ডামান। এছাড়াও, লঙ্কান সাংসদ এসবি ডিসানায়েকে এবং এম রামেশ্বরনের মতো গণ্যমান্য ব্যাক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক