রাশিয়ায় থাকা পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি করল মস্কোর ভারতীয় দূতাবাস৷ ১১ মার্চ, শুক্রবার, এক বিবৃতিতে তারা জানিয়েছে, রাশিয়ায় ভারতীয় পড়ুয়ারা এখনও নিরাপদ রয়েছেন৷ তাই এখনই রাশিয়া ছেড়ে যাওয়ার কোনও কারণ নেই ৷ ভারতীয় প্রবাসী এবং পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে রাশিয়ায় বর্তমানে যে ভারতীয়রা রয়েছেন, তারা খুবই চিন্তিত ৷ তাই তাঁরা ভারতীয় দূতাবাসের কাছে নিজেদের করণীয় সম্পর্কে পরামর্শ চেয়েছিলেন৷ তার পরিপ্রেক্ষিতেই শুক্রবার মস্কোর ভারতীয় দূতাবাসের নির্দেশিকা জারি করা হয়েছে৷
এছাড়া, জানানো হয়েছে, রাশিয়ায় ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং সরাসরি ভারতে যাওয়ার বিমানও পাওয়া যাচ্ছে না৷ সেই কারণে চিন্তিত হয়ে কেউ যদি দেশে ফিরে যেতে চায়, তাহলে যেতে পারে৷
ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, অনেক বিশ্ববিদ্যালগুলোতে অনলাইনে পড়াশোনা হচ্ছে, আবার অনেক জায়গায় অফলাইনে৷ সেই কারণে বিশ্ববিদ্যালয়গুলোর নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে ভারতীয় শিক্ষার্থীদের৷
উল্লেখ্য, ইতোমধ্যে ইউক্রেন থেকে ভারতে ফিরেছেন প্রায় সকল ভারতীয় পড়ুয়ারা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক