তিনদিনের ভারত সফর শেষ করলো আইএসআইএল (দায়েশ), আল-কায়েদা এবং তালেবান বিষয়ক জাতিসংঘের বিশ্লেষণমূলক সহায়তা এবং নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের বিশেষজ্ঞরা। গত ০৮ থেকে ১০ মার্চ অবধি সময়কালে ভারতে অবস্থান করেন তারা। এসময়, দক্ষিণ এশিয়ায় ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান, অগ্রাধিকার ও উদ্বেগ সম্পর্কে তাদেরকে অবগত করেছে নয়াদিল্লী।
পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকারের আমন্ত্রণে সফরটি করেছে এই পর্যবেক্ষক দল। এটি জাতিসংঘের মনিটরিং টিমের নিয়মিত সফরগুলোর একটি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সফরকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে জাতিসংঘের মনিটরিং টিম। এসময়, দক্ষিণ এশিয়ায় ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান, অগ্রাধিকার ও উদ্বেগ সম্পর্কে তাদেরকে অবগত করেছে নয়াদিল্লী।
জানা গিয়েছে, সন্ত্রাসবাদের জন্য নতুন এবং উদীয়মান প্রযুক্তির অপব্যবহারের হুমকি এবং মানবহীন বিমান ব্যবস্থা (ড্রোন), সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধ ও মাদক-পাচারের মধ্যে যোগসূত্র এবং সেইসাথে সন্ত্রাসে অর্থায়নের অপ্রচলিত পদ্ধতি সহ সন্ত্রাসবাদ-বিরোধী বিভিন্ন বিষয়ের উপর বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে।
মনিটরিং টিমের সদস্যরা পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এবং উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজিন্দর খান্নার সাথেও সাক্ষাৎ করেছেন।
উল্লেখ্য, ভারত বর্তমানে ২০২২-এর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার টেরোরিজম কমিটির (সিটিসি) চেয়ারম্যান এবং মনিটরিং টিমের সফর নয়াদিল্লীকে সিটিসি-তে ভারতের অগ্রাধিকার সম্পর্কে ব্রিফ করার একটি দরকারী সুযোগ দিয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক