০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয়দের ফেরানোয় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে মোদীর কৃতজ্ঞতা

রুশ-ইউক্রেন সংঘাতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে সহায়তা করায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ০৯ মার্চ, বুধবার, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোদী। উল্লেখ্য, ইউক্রেনে আটকে পড়া প্রায় ছ হাজার ভারতীয়কে সীমান্ত পাড় করতে সাহায্য করেছে হাঙ্গেরি।

ফোনালাপে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তর মতবিনিময় করেছেন দুই প্রধানমন্ত্রী। এসময়, অবিলম্বে যুদ্ধ পরিহার করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দেন মোদী। পরবর্তীতে ভারত সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

আলোচনার এক পর্যায়ে ইউক্রেনে পড়ুয়া ভারতীয় শিক্ষার্থীদের দুরাবস্থা বিবেচনায় তাদেরকে প্রয়োজনে হাঙ্গেরিতে পড়াশুনা চালিয়ে যাবার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আরবান। তাঁর এই প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেন মোদী।

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে বিপাক পড়েছে পূর্ব ইউরোপের দেশটিতে অবস্থানরত সকল ভারতীয়। যুদ্ধের রেশ ধরে অনেকেই ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন। ভারত সরকারও স্বীয় নাগরিকদের ফেরাতে ইতোমধ্যে অপারেশন গঙ্গা নামে একটি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের আওতায় পনেরো হাজারেরও বেশি নাগরিককে ভারতে ফিরিয়ে এনেছে মোদী সরকার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারতীয়দের ফেরানোয় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে মোদীর কৃতজ্ঞতা

প্রকাশ: ০২:০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

রুশ-ইউক্রেন সংঘাতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে সহায়তা করায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ০৯ মার্চ, বুধবার, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোদী। উল্লেখ্য, ইউক্রেনে আটকে পড়া প্রায় ছ হাজার ভারতীয়কে সীমান্ত পাড় করতে সাহায্য করেছে হাঙ্গেরি।

ফোনালাপে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তর মতবিনিময় করেছেন দুই প্রধানমন্ত্রী। এসময়, অবিলম্বে যুদ্ধ পরিহার করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দেন মোদী। পরবর্তীতে ভারত সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

আলোচনার এক পর্যায়ে ইউক্রেনে পড়ুয়া ভারতীয় শিক্ষার্থীদের দুরাবস্থা বিবেচনায় তাদেরকে প্রয়োজনে হাঙ্গেরিতে পড়াশুনা চালিয়ে যাবার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আরবান। তাঁর এই প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেন মোদী।

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে বিপাক পড়েছে পূর্ব ইউরোপের দেশটিতে অবস্থানরত সকল ভারতীয়। যুদ্ধের রেশ ধরে অনেকেই ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন। ভারত সরকারও স্বীয় নাগরিকদের ফেরাতে ইতোমধ্যে অপারেশন গঙ্গা নামে একটি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের আওতায় পনেরো হাজারেরও বেশি নাগরিককে ভারতে ফিরিয়ে এনেছে মোদী সরকার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক