গত বছর আগস্টে দীর্ঘযুদ্ধের পর আফগানিস্তানের শাসনভার নিজেদের হাতে নেয় তালিবান। কাবুলের মসনদে তালিবান অধিষ্ঠিত হওয়ার পর থেকেই আফগান সরকারের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বরাদ্দ অর্থের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আন্তর্জাতিক সংস্থা আইএমএফ।
তারপর থেকে দক্ষিণ এশিয়ার এই দেশের অর্থ সংকট চরমে। আন্তর্জাতিক স্তরে নতুন সরকারে স্বীকৃতিও মেলেনি, জোটেনি কোনও সাহায্য, সরকার চালাতে তাই হিমশিম অবস্থা তালিব যোদ্ধাদের। দেশের চরম খাদ্য সংকট ও দারিদ্র দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে মানবিকতার কারণে আফগান জনসাধারণের কথা ভেবে পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছিল ভারত। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। গম পাঠানোর ক্ষেত্রে পাকিস্তানের সড়ক পথ ব্যবহার করা ছাড়া আর কোনও উপায় ছিল না।
প্রাথমিকভাবে পাকিস্তানের আপত্তি ও পরবর্তীকালে নিয়মের নানা জটিলতার কারণে গম পাঠানোর প্রক্রিয়া থমকে ছিল। কিন্তু সব বাঁধা পেরিয়ে আফগানিস্তানে পৌছায় ভারতীয় সহযোগিতার (২৫০০ মেট্রিক টন গম) প্রথম চালান। ইতোমধ্যে দ্বিতীয় চালানটিও (২০০০ মেট্রিক টন গম) আফগানিস্তানের পথে রওনা হয়েছে।
তবে, এতকিছু ছাপিয়ে গেলো এক তালিব কর্মকর্তার বক্তব্য। “পাকিস্তানি গম অখাদ্য, ভারতের অনেক ভাল” -এমন মন্তব্য করে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে চলে এসেছেন সেই তালেবান কর্মকর্তা। পরবর্তীতে এই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছে তালেবান প্রশাসন। তবে টুইটারে তাঁর এই মন্তব্যের পক্ষে বিপক্ষে রীতিমতো এক ঝড় বয়ে যায়।
শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, এক তালিবান কর্মকর্তা পাকিস্তানি গমের গুণমান নিয়ে অভিযোগ করছেন। আফগান সাংবাদিক আব্দুল হক ওমেরি তালেবান কর্মকর্তার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন, যেখানে তালিবান নেতাকে বলতে দেখা যাচ্ছে, “পাকিস্তানের দান করা গম ভোজ্য নয়।” আব্দুল হকের পোস্টে দেখা গিয়েছে, আফগান জনগণ “ভাল মানের গমের” জন্য ভারতকে ধন্যবাদ জানাচ্ছে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর আফগান নাগরিক হামদুল্লাহ আরবাব ট্যুইট করেছেন, “আফগান জনগণের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ। আমাদের জনসাধারণের সঙ্গে আপনাদের সম্পর্ক চিরকাল বজায় থাকবে। জয় হিন্দ।”
নাজিব ফারহোদিস নামে আরেক টুইটার ব্যবহারকারী বলেছেন, “আফগানিস্তানকে দেওয়া পাকিস্তানের সব গম খুবই খারাপ মানের এবং নষ্ট হয়ে গিয়েছে। এগুলো আর ব্যবহার করা যাবে না। ভারত সবসময় আফগানিস্তানকে সাহায্য করেছে।”
তবে পাকিস্তানের নিন্দা করে ভারতের প্রশংসা করায় তালিবান কর্মকর্তাকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। গত মাস থেকে ভারত মানবিক সহায়তা হিসেবে আফগান জনগণকে গম পাঠাতে শুরু করেছে।
কূটনৈতিক দিক থেকে ভারতের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ কারণ আফগানিস্তানের মানবতার যে সংকট দেখা দিয়েছে, তাতে ভারত ও পাকিস্তান একসঙ্গে কাজ করছে। ভারতের তরফে আফগানিস্তানে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা এবং গম পাঠানোর কথা থাকলেও, পাকিস্তান প্রাথমিকভাবে এই প্রস্তাবে রাজি ছিল না।
পরবর্তীকালে আন্তর্জাতিক স্তরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ভয়ে অবস্থান থেকে সরে এসে ভারতের প্রস্তাবে রাজি হয়েছে ইসলামাবাদ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক