০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন মোদী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার, ০৩ মার্চ, ভার্চুয়াল মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদার সাথে কোয়াডের একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে নেতারা ইন্দো-প্যাসিফিকের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে নিজেদের মতামত এবং মূল্যায়ন বিনিময় করবেন। কোয়াডের সমসাময়িক এবং ইতিবাচক এজেন্ডার অংশ হিসেবে নেতাদের ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়নের চলমান প্রচেষ্টাও পর্যালোচনা করবেন।”

আজকের বৈঠকের মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসিতে গতবছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত কোয়াড শীর্ষ সম্মেলনের পর নেতারা পুনরায় তাদের সংলাপ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে মন্ত্রণালয়। উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর কোয়াড নেতারা সামনাসামনি সম্মেলনে বসেছিলেন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন সেটার আয়োজন করেছিলেন।

এছাড়া, গত মাসে মেলবোর্নে বৈঠকে বসেছিলেন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন মোদী

প্রকাশ: ০১:১৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার, ০৩ মার্চ, ভার্চুয়াল মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদার সাথে কোয়াডের একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে নেতারা ইন্দো-প্যাসিফিকের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে নিজেদের মতামত এবং মূল্যায়ন বিনিময় করবেন। কোয়াডের সমসাময়িক এবং ইতিবাচক এজেন্ডার অংশ হিসেবে নেতাদের ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়নের চলমান প্রচেষ্টাও পর্যালোচনা করবেন।”

আজকের বৈঠকের মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসিতে গতবছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত কোয়াড শীর্ষ সম্মেলনের পর নেতারা পুনরায় তাদের সংলাপ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে মন্ত্রণালয়। উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর কোয়াড নেতারা সামনাসামনি সম্মেলনে বসেছিলেন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন সেটার আয়োজন করেছিলেন।

এছাড়া, গত মাসে মেলবোর্নে বৈঠকে বসেছিলেন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক