ভারত ও নেদারল্যান্ডসের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে এক বিশেষ লোগো উন্মোচন করা হয়েছে। ০২ মার্চ, বুধবার, এক বিবৃতিতে ঘোষণাটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দিককার ইউরোপীয় রাষ্ট্রগুলোর একটি নেদারল্যান্ডস। এছাড়াও, প্রায় পাঁচ শতাব্দী যাবত ভারতের সঙ্গে বাণিজ্যিক ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে ভারতের।
বুধবার, এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ লোগোটি উন্মোচন করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মার্টেন ভ্যান ডেন বার্গ এবং ভারতের পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি (পশ্চিম) সঞ্জয় ভার্মা। লোগোটিতে একটি পদ্ম এবং একটি টিউলিপ রয়েছে, যা উভয় রাষ্ট্রের জাতীয় ফুলকে নির্দেশ করে। লোগোর মাঝখানে চক্র রয়েছে, যা দু দেশের মধ্যকার বন্ধুত্বকে নির্দেশ করে। লোগোতে স্থান পাওয়া পতাকার রঙ উভয় দেশের জনগণের মধ্যকার ঘনিষ্ঠ ও গভীর সম্পর্কের প্রতীক।
প্রসঙ্গত, চলতি বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্বেই আজাদি কা মহোৎসব ঘোষণা দিয়েছিলো মোদী সরকার। এই প্রেক্ষিতে, জল, কৃষি, উদ্ভাবন, শক্তি, জলবায়ু এবং সংস্কৃতি সহ বিভিন্ন খাতে বিস্তৃত সহযোগিতা করতে নেদারল্যান্ডসের সঙ্গেও সম্পর্ক পুনর্মূল্যানের চিন্তা করছে সরকার।
স্বাধীনতার ৭৫ বছরে পা রাখায় এবং আজাদি কা মহোৎসব উদযাপনের অংশ হিসেবে ভারতকে ৩০০০ তাজা টিউলিপ ফুল উপহার দিয়েছে নেদারল্যান্ডস। সবগুলো ফুল জওহরলাল নেহরু ভবনের বাগানে রোপণ করা হয়েছে।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক