মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনীতি বিষয়ক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। ৩১ মার্চ, বৃহস্পতিবার, নয়াদিল্লীতে দুজনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী।
নিজের টুইটার একাউন্টে বাগচী লিখেছেন, “ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই কর্মকর্তা অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে জি-২০ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন তারা।”
এর আগে গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং জি-২০ শেরপা পীযূষ গোয়েলের সাথে দেখা করেছিলেন দলীপ সিং। সেখানেও দ্বিপাক্ষিক বাণিজ্যের নানামুখী বিষয়াদি নিয়ে আলোচনা করেন তারা। পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন গোয়েল নিজেই।
উল্লেখ্য, শীঘ্রই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দলীপ সিং এর ভারত সফরটি গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বোদ্ধামহল।
দলীপ সিং এর ভারত সফরের আগে একটি বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন বলেছিলেন, “ভারতের সাথে আমাদের সম্পর্কের সার্বিক অগ্রগতি, ইন্দো-প্যাসিফিকে আমাদের অবস্থান এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেশটির সফরে যাচ্ছেন দলীপ সিং।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতেও ভারতীয় কর্মকর্তাদের সাথে পরামর্শ করার কথা রয়েছে দলীপ সিং এর। পাশাপাশি বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ডের মাধ্যমে উচ্চ-মানের পরিকাঠামোর প্রচার এবং একটি ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন সহ সংশ্লিষ্ট সকল ইস্যুতে বাইডেন প্রশাসনের অগ্রাধিকার নিয়ে কথা বলবেন অভিজ্ঞ এই কূটনীতিক। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক