গত সাত বছরে প্রায় ২০০’রও বেশি মূল্যবান মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভারতে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ ফেব্রুয়ারী, রবিবার, জাতির উদ্দেশ্যে দেয়া ‘মান কি বাত’ আলোচনার ৮৬ তম সংস্করণে বক্তব্য দিতে গিয়ে এই কথা জানান তিনি। এই নিদর্শনগুলো ইতোপূর্বে বিদেশে চুরি করা হয়েছিলো কিংবা পাচার করা হয়েছিলো।
মোদী বলেন, “২০১৪ সালের আগে মাত্র ১৩ টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভারতে ফিরিয়ে আনা হয়েছিলো। কিন্তু আমরা গত ০৭ বছরে প্রায় ২০০’র বেশি মূর্তি ও গুরুত্বপূর্ণ বস্তু ফিরিয়ে নিয়ে এসেছি। চলতি মাসের শুরুতেও ইতালি থেকে একটি অমূল্য ঐতিহ্য ফেরত আনা হয়েছে। সেটি হচ্ছে, অবলোকিতেশ্বর পদ্মপানির হাজার বছরেরও বেশি পুরনো মূর্তি। গত কয়েক বছর আগে বিহারের গয়াজির দেবীস্থান কুন্দলপুর মন্দির থেকে চুরি হয়েছিল মূর্তিটি।”
দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ভারত এসব নিদর্শন ফেরত আনছে বলেও জানান তিনি। এসময়, ভগবান অঞ্জনেয়ার হনুমানজির ৬-৭শ বছরের পুরনো মূর্তি সম্পর্কেও কথা বলেন মোদী। কয়েক বছর আগে তামিলনাড়ুর ভেলোর থেকে চুরি হয়েছিলো সেটি। চলতি মাসে অস্ট্রেলিয়া থেকে তা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
কাশী থেকে চুরি হওয়া মা অন্নপূর্ণা দেবীর মূর্তিটিও সম্প্রতি ফিরিয়ে আনা হয়েছে বলে দেশবাসীকে বলেন মোদী। তিনি বলেন, “আমেরিকা, ব্রিটেন, হল্যান্ড, ফ্রান্স, কানাডা, জার্মানি, সিঙ্গাপুরের মতো অনেক দেশ ভারতের ঐতিহ্যগত অনুভূতি বুঝতে পেরেছে এবং এই মূর্তিগুলো পুনরুদ্ধার করতে আমাদের সাহায্য করেছে।”
এর আগে গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরেও সেখানে থাকা নিদর্শন গুলো উদ্ধারের কথা ঘোষণা দিয়েছিলেন মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক