যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেয়ার তৎপরতা শুরু করেছে ভারত সরকার। এজন্য ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরম্ভ করেছে নয়াদিল্লী। ইন্ডিয়া নিউজ নেটওয়ার্কের নিজস্ব সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে ফ্লাইট বন্দোবস্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত।
জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন সঙ্কটে আটকে পড়া ভারতীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার যাবতীয় খরচা ভারত সরকার বহন করবে। উল্লেখ্য, গতকাল রাশিয়া ইউক্রেনের প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও বোমা বিস্ফোরণ করায় ইউক্রেন নিজের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ফলত, বাধ্য হয়ে ভারত নিজেদের বিমান তৎপরতা বন্ধ করতে বাধ্য হয়েছিলো এবং এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ইউ-টার্ন করে দিল্লী ফেরত আসে।
তবে, এখানে থেমে না থেকে নিজ নাগরিকদের হাঙ্গেরি ও পোল্যান্ডের মতো দেশগুলোতে সরিয়ে নেয়ার চেষ্টা করছে নয়াদিল্লী। তাছাড়া, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সার্বিক সহযোগিতায় মোতায়েন রয়েছে সেখানে নিযুক্ত ভারতীয় দূতাবাস। ২৪ ঘন্টা দপ্তর খোলা রাখছে তারা। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম ও হেল্পলাইন।
ব্যক্তিগত নিরাপত্তার জন্য ভারতীয় দূতাবাস ইউক্রেনে ভারতীয় নাগরিকদের দেশটির পশ্চিমাঞ্চলে স্থানান্তরিত হওয়ার আহবান জানিয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক