০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মোদী-পুতিনের ফোনালাপ, সহিংসতা বন্ধের আহ্বান

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন তিনি। ২৪ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, রাতে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ এই ফোনালাপটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, কথোপকথনের সময়, রাশিয়া এবং ন্যাটো-র মধ্যকার বিদ্যমান মতপার্থক্য যে আন্তরিকতা এবং সৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব, পুতিনকে সেই বার্তাই দিয়েছেন মোদী। পাশাপাশি ইউক্রেনে থাকা ভারতীয়, বিশেষ করে পড়ুয়াদের জন্য রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মোদী।

উল্লেখ্য, পুতিনের সবুজ সঙ্কেতের পরই ইউক্রেনের উপরে আক্রমণ শুরু করেছে রুশ সেনা৷ যার তীব্র বিরোধিতা করেছে আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো৷ এই সংঘাতকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা৷

এমন পরিস্থিতিতে শান্তি ফেরানোর বার্তা নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদী৷ যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেনো সামরিক হানা বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেন, ইতোপূর্বে এমন অনুরোধ করেছিলেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, ইউক্রেনে আটকে পড়েছেন ভারতের প্রায় ১৬ হাজার নাগরিক। এমতাবস্থায়, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়ার সাথে ইউক্রেনের যে স্থল সীমান্ত রয়েছে, সেখানে চলে যাওয়া ভারতীয় নাগরিকদেরও সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তাছাড়া, ইউক্রেনে বসবাসকারী ভারতীয়রা সরাসরি যোগাযোগ করতে পারবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। এজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কয়েকদিন আগে দেশে ফেরার জন্য বিমানের টিকিট না পাওয়ার অভিযোগ করছিলেন অনেকেই। তাদের সহযোগিতার জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

মোদী-পুতিনের ফোনালাপ, সহিংসতা বন্ধের আহ্বান

প্রকাশ: ০৫:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন তিনি। ২৪ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, রাতে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ এই ফোনালাপটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, কথোপকথনের সময়, রাশিয়া এবং ন্যাটো-র মধ্যকার বিদ্যমান মতপার্থক্য যে আন্তরিকতা এবং সৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব, পুতিনকে সেই বার্তাই দিয়েছেন মোদী। পাশাপাশি ইউক্রেনে থাকা ভারতীয়, বিশেষ করে পড়ুয়াদের জন্য রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মোদী।

উল্লেখ্য, পুতিনের সবুজ সঙ্কেতের পরই ইউক্রেনের উপরে আক্রমণ শুরু করেছে রুশ সেনা৷ যার তীব্র বিরোধিতা করেছে আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো৷ এই সংঘাতকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা৷

এমন পরিস্থিতিতে শান্তি ফেরানোর বার্তা নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদী৷ যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেনো সামরিক হানা বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেন, ইতোপূর্বে এমন অনুরোধ করেছিলেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, ইউক্রেনে আটকে পড়েছেন ভারতের প্রায় ১৬ হাজার নাগরিক। এমতাবস্থায়, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়ার সাথে ইউক্রেনের যে স্থল সীমান্ত রয়েছে, সেখানে চলে যাওয়া ভারতীয় নাগরিকদেরও সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তাছাড়া, ইউক্রেনে বসবাসকারী ভারতীয়রা সরাসরি যোগাযোগ করতে পারবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। এজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কয়েকদিন আগে দেশে ফেরার জন্য বিমানের টিকিট না পাওয়ার অভিযোগ করছিলেন অনেকেই। তাদের সহযোগিতার জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক