০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আশিয়ানের সাথে ভারতের বৌদ্ধ সংযোগ প্রকল্প উদ্বোধন

ভারতের সঙ্গে আশিয়ান এবং পূর্ব এশিয়ার দেশগুলোর বৌদ্ধ সংযোগ প্রতিফলিত করে, এমন প্রকল্পগুলোর উদ্বোধন করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে দপ্তরের পক্ষে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, গোটা বিষয়টি ভারতের আজাদি কা মহোৎসব উদযাপনের অংশ হিসেবে পূর্ব নির্ধারিতই ছিলো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।

অনুষ্ঠানে থাই, কোরিয়ান, ভিয়েতনামী এবং চীনা ভাষায় অনূদিত জাতক গল্পের বই উন্মোচন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। ইভেন্টের সময় বৌদ্ধ শিক্ষার উপর পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ই-আইটিইসি কোর্সের একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং আসিয়ান এবং পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বৌদ্ধ সংযোগের উপর ইন্টারেক্টিভ কফি টেবিল ই-বুক উদ্বোধন করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তাছাড়া, ভারতের ন্যাশনাল মিউজিয়াম দ্বারা কিউরেট করা ‘বোধচিত্তা: ইন্টারউইভিং বুদ্ধিস্ট আর্ট ট্রেডিশনস ফ্রম ইন্ডিয়া এক্রস এশিয়া’ – শীর্ষক একটি ডিজিটাল প্রদর্শনী করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের বৌদ্ধ সংযোগ আরও ভালভাবে বোঝার জন্য সাংস্কৃতিক কেন্দ্র/মিশন স্কুল/কলেজের ছাত্রদের ওরিয়েন্টেশন পরিদর্শনের জন্য মিশনগুলো ব্যবহারের একটি ইন্টারেক্টিভ টেমপ্লেট উপস্থাপন করা হবে।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে ভারত। দেশব্যাপী প্রায় ৭৫ সপ্তাহ ধরে এই অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলো ভারত সরকার। মূলত, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক খাতে প্রগতিশীল ভারতের ভাবমূর্তি তুলে ধরার প্রয়াসেই পালিত হচ্ছে এই অনুষ্ঠানটি। ফলত, ভারতের আসন্ন স্বাধীনতা দিবস ২০২৩ -কে ঘিরে জনসাধারণের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তা অভূতপূর্ব।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আশিয়ানের সাথে ভারতের বৌদ্ধ সংযোগ প্রকল্প উদ্বোধন

প্রকাশ: ০৫:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

ভারতের সঙ্গে আশিয়ান এবং পূর্ব এশিয়ার দেশগুলোর বৌদ্ধ সংযোগ প্রতিফলিত করে, এমন প্রকল্পগুলোর উদ্বোধন করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে দপ্তরের পক্ষে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, গোটা বিষয়টি ভারতের আজাদি কা মহোৎসব উদযাপনের অংশ হিসেবে পূর্ব নির্ধারিতই ছিলো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।

অনুষ্ঠানে থাই, কোরিয়ান, ভিয়েতনামী এবং চীনা ভাষায় অনূদিত জাতক গল্পের বই উন্মোচন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। ইভেন্টের সময় বৌদ্ধ শিক্ষার উপর পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ই-আইটিইসি কোর্সের একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং আসিয়ান এবং পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বৌদ্ধ সংযোগের উপর ইন্টারেক্টিভ কফি টেবিল ই-বুক উদ্বোধন করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তাছাড়া, ভারতের ন্যাশনাল মিউজিয়াম দ্বারা কিউরেট করা ‘বোধচিত্তা: ইন্টারউইভিং বুদ্ধিস্ট আর্ট ট্রেডিশনস ফ্রম ইন্ডিয়া এক্রস এশিয়া’ – শীর্ষক একটি ডিজিটাল প্রদর্শনী করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের বৌদ্ধ সংযোগ আরও ভালভাবে বোঝার জন্য সাংস্কৃতিক কেন্দ্র/মিশন স্কুল/কলেজের ছাত্রদের ওরিয়েন্টেশন পরিদর্শনের জন্য মিশনগুলো ব্যবহারের একটি ইন্টারেক্টিভ টেমপ্লেট উপস্থাপন করা হবে।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে ভারত। দেশব্যাপী প্রায় ৭৫ সপ্তাহ ধরে এই অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলো ভারত সরকার। মূলত, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক খাতে প্রগতিশীল ভারতের ভাবমূর্তি তুলে ধরার প্রয়াসেই পালিত হচ্ছে এই অনুষ্ঠানটি। ফলত, ভারতের আসন্ন স্বাধীনতা দিবস ২০২৩ -কে ঘিরে জনসাধারণের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তা অভূতপূর্ব।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34