প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোনো সামরিক বাহিনীর মহড়ায় অংশ নিতে চলেছে ভারতের দেশীয়ভাবে তৈরী লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) ‘তেজস’। আগামী ০৭ মার্চ থেকে ২৫ মার্চ অবধি সময়কালে যুক্তরাজ্যের কোবরা ওয়ারিয়র মহড়ায় অংশ নিবে পাঁচটি তেজস যুদ্দবিমান। মহড়াটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স স্টেশন ওয়াডিংটনে।
উল্লেখ্য, ওয়েডিংটন এয়ার ফোর্স স্টেশন হচ্ছে ইংল্যান্ডের এয়ার ইন্টেলিজেন্স, নজরদারি, টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রিকনেসান্স এর অন্যতম প্রধান হাব। এটি দেশটির গোয়েন্দা বিমান ও সিস্টেমের প্রধান অপারেটিং বেস। জটিল মিশনের পরিকল্পনা এবং তা কার্যকর করার ক্ষেত্রে পাইলট এবং অন্যান্য বিমান বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।
অন্যদিকে, কোবরা ওয়ারিয়র হচ্ছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক পরিচালিত বৃহত্তম বার্ষিক মহড়াগুলোর একটি। এবছর সৌদি, বেলজিয়াম এবং সুইডিশ বিমান বাহিনীও মহড়াটিতে অংশ নিবে বলে জানা গিয়েছে।
মহড়ায় অংশগ্রহণের খবর নিশ্চিত করে ভারতীয় বিমান বাহিনী এক টুইটে বলেছে, আগামী ০৬ মার্চ থেকে ২৭ মার্চ অবধি যুক্তরাজ্যের ওয়েডিংটনে কোবরা ওয়ারিয়র বহু-জাতি বিমান মহড়ায় অংশ নেবে আইএএফ এর পাঁচটি এলসিএ। সি-১৭ বিমান এই পরিবহন সহায়তা দিবে।”
জানা গিয়েছে, মহড়াকালে, মক ডগফাইট, বিমান বাধা এবং সিমুলেটেড গ্রাউন্ড অ্যাটাকের বিভিন্ন এয়ার-টু-এয়ার অপারেশনে অংশ নেবে ভারতীয় বিমানগুলো। এর আগে গত সপ্তাহে তেজস যুদ্ধবিমান নিয়ে সিঙ্গাপুরের এয়ারশোতে অংশগ্রহণ করেছিলো ভারত। ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারী অবধি এয়ারশোটি অনুষ্ঠিত হয়।
তাছাড়া, গত নভেম্বরের দুবাই এয়ারশোতেও অংশ নিয়েছিলো এলসিএ তেজস। প্রসঙ্গত, তেজস হচ্ছে রাষ্ট্র-চালিত মহাকাশ জায়ান্ট হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা নির্মিত একটি একক-ইঞ্জিন এবং অত্যন্ত চটপটে মাল্টি-রোল সুপারসনিক ফাইটার এয়ারক্রাফ্ট। উচ্চ-হুমকিপূর্ণ পরিবেশে কাজ করতে সক্ষম বিমান এটি।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক