জার্মানীতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত ২০ ফেব্রুয়ারী, রবিবার, জার্মানীর মিউনিখে প্রবাসী ভারতীয়দের সাথে সাক্ষাতের সময় দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার জোরদারে আরও কাজ করার আহবান জানান তিনি।
এর আগে, গত শুক্রবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ২০২২-এ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর পরপরই প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। পরবর্তীতে এক টুইটবার্তায় জয়শঙ্কর নিজেই বিষয়টির খোলাসা করেন।
তিনি লিখেছেন, “এমন ঠাণ্ডার রবিবার সকালে মিউনিখে আমাদের প্রবাসী ভারতীয়দের সমাগমের বিষয়টি অত্যন্ত বিস্ময়কর এবং ভারতের প্রতি তাঁদের নিবেদন অত্যন্ত শ্রদ্ধার ও হৃদয়গ্রাহী। তাঁদের সঙ্গে ভরপুর জাতীয়তাবাদী চেতনার বিনিময় হয়েছে। ভারত-জার্মান সম্পর্ক আরও মজবুত করতে তাঁদের প্রতি সহযোগিতার আহবান করা হয়েছে।”
এর আগে জার্মান সফরে গিয়ে প্রথমেই জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী সভেনজা শুলজের সাথে বৈঠক করেন জয়শঙ্কর। সেখানে সবুজ বৃদ্ধি এবং পরিচ্ছন্ন প্রযুক্তি খাতে উন্নয়ন অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা।
এছাড়া, জার্মান চ্যান্সেলর জেনস প্লোটনারের পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টার সাথেও বৈঠক করেছেন জয়শঙ্কর। পরে এক টুইটে তিনি নিজেই বিষয়টি জানান সবাইকে।
উল্লেখ্য, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিয়ে সিঙ্গাপুর ও সুইডেন সহ ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য অংশের মন্ত্রীদের সাথে একাধিক বৈঠকও করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে জার্মানী থেকে গত রবিবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা করেন জয়শঙ্কর।
সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক