আফগানিস্তানে মানবিক সঙ্কট বিবেচনায় পঞ্চম দফায় সাহায্য পাঠালো ভারত। ১৯ ফেব্রুয়ারী, শনিবার, কাবুলে ২.৫ টন চিকিৎসা সামগ্রী ও শীতবস্ত্র পাঠিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। পরবর্তীতে এক টুইটবার্তায় তথ্যটি নিশ্চিত করেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী।
তিনি লিখেছেন, “আফগান জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তারই অংশ হিসেবে আমরা আজকে পঞ্চম বারের মতো দেশটিতে প্রায় ২.৫ টন চিকিৎসা সামগ্রী ও শীতবস্ত্র পাঠিয়েছি।”
উল্লেখ্য, এর আগেও তালেবান কবলিত আফগানিস্তানের সাধারণ মানুষের সাহায্যার্থে বলিষ্ঠ ভূমিকা নেয় ভারত সরকার। কয়েক দফায় মেডিকেল এইড ও খাদ্য সহায়তা পাঠানো হয় সেখানে। শীঘ্রই আবারও সেখানে খাদ্য সহায়তা পাঠানো হবে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ৩ টন জীবনরক্ষাকারী ওষুধ সামগ্রী নিয়ে আফগানিস্তানে পৌঁছেছিলো ভারতীয় সহায়তা যান। কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতালে হস্তান্তর করা হয় সেসব। তাছাড়া, কিছুদিন পূর্বেই দেশটিতে প্রায় ৫ লক্ষ কোভিড ভ্যাকসিনও পাঠায় নয়াদিল্লী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক