দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করতে বৈঠক করেছে ভারত এবং আর্মেনিয়া। ১৮ ফেব্রুয়ারী, শুক্রবার, ৯ম বারের মতো আলোচনায় বসেন ভারত ও আর্মেনিয়ার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ। সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে মতবিনিময় করেন প্রতিনিধিগণ।
পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা, উন্নয়ন অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি, কনস্যুলার এবং সাংস্কৃতিক সহযোগিতা সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।
এছাড়া, গতবছর আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর এবং অক্টোবরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দুদিনের আর্মেনিয়ার সফরের পর গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করেন উভয় রাষ্ট্রের প্রতিনিধিগণ। পাশাপাশি, জাতিসংঘ সহ অন্যান্য বৈশ্বিক ফোরামে এঁকে অন্যকে সহযোগিতা ও সমর্থন দেয়ার বিষয়েও মতবিনিময় করেছেন তারা।
ভার্চুয়াল ফরম্যাটে আয়োজিত এই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের সচিব (পশ্চিম) রীনাত সান্ধু। অন্যদিকে, আর্মেনিয়া দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মনতসাকান সাফারিয়ান।
এর আগে সর্বশেষ গত ১৩ অক্টোবর আর্মেনিয়া সফরে গিয়ে রাজধানী ইয়েরেভানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর। সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একটি রোডম্যাপ প্রণয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন দুই নেতা। একই সঙ্গে, বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক ও অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে একমত হোন তাঁরা।
সেসময়, আর্মেনিয়ার ও ভারত উভয়ের ব্যবসায়ী সম্প্রদায়, চেম্বার অব কমার্স এবং অন্যান্য বাণিজ্য সংস্থার মধ্যে যোগাযোগ আরও গভীরতর করার বিষয়ে সম্মত হোন দুই নেতা।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক