একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। গত ১৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, বিশ্বকে জানিয়ে দিল ভারত। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি নয়াদিল্লীর অবস্থান সম্পর্কে জানিয়ে দিয়েছেন বিশ্ব মোড়লদের। নিরাপত্তা পরিষদের বৈঠকে এ নিয়ে দীর্ঘ এক বিবৃতি দিয়েছেন তিনি।
এদিকে ওয়াকিবহাল মহলের দাবি, রাশিয়া ভারতের অন্যতম মুখ্য স্ট্র্যাটেজিক পার্টনার। সেই রাশিয়া সম্পর্কে কোনও সমালোচনামূলক বক্তব্য পেশ করতে চাইছে না ভারত। এদিকে নিরাপত্তা পরিষদে ভারতের মন্তব্য করার কিছুটা আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আগ্রাসন সম্পর্কে মন্তব্য করেছেন। এর সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, আলোচনার রাস্তা অবশ্য খোলা রয়েছে।
এদিকে তিরুমূর্তি জানিয়েছেন, “ভারত সমস্ত সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। তবে আমাদের দৃষ্টিভঙ্গি এটাই যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই ইস্যু মেটানো সম্ভব।” পাশাপাশি তিনি জানিয়েছেন, “উত্তেজনা প্রশমনের জন্য একটা সমাধানের রাস্তা খুঁজে বের করা উচিত। এতে ভারতের আগ্রহ আছে, কারণ সমস্ত দেশের নিরাপত্তা ও এই অঞ্চলে দীর্ঘকালীন শান্তি আনাটা সবচেয়ে বড় লক্ষ্য।”
অভিজ্ঞ এই কূটনীতিক জানিয়েছেন, “প্রায় ২০ হাজার ভারতীয় ছাত্র-ছাত্রী ইউক্রেন ও এর আশেপাশের সীমান্ত এলাকায় থাকেন ও পড়াশোনা করেন। গোটা সংকটকালে এই বিষয়টি ভারতের কাছে অগ্রাধিকার পাচ্ছে।”
তিরুমূর্তি বলেন, “নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে ও সমস্ত পক্ষের মধ্যে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হবে এমনটাই আশা করে ভারত। পাশাপাশি নরম্যান্ডি ফরম্যাটেও সমস্যা মেটানো সম্ভব, এমনটাই বিশ্বাস করি আমরা।”
প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে উত্তেজনা! এমতাবস্থায়, পূর্ব ইউরোপের দেশটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। একই পথে পা বাড়িয়েছে ভারতও।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক