ছয়দিনের সফরে আগামীকাল জার্মানী ও ফ্রান্সের উদ্দেশ্যে রওনা করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ১৮-২৩ ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠিতব্য এই সফরটির ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
জানা গিয়েছে, প্রথম দফায় জার্মানী যাবেন জয়শঙ্কর। সেখানে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) অংশ নেয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সম্মেলনে যোগদানকারী অন্যান্য রাষ্ট্রের সিনিয়র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
এমএসসি চলাকালে ইন্দো-প্যাসিফিকের উপর একটি প্যানেল আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে তাঁর। একই সাথে, সিজিআই মিউনিখ ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সাইড-লাইনে আয়োজিত ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ইভেন্টে বক্তা হিসেবে যোগ দিতে পারেন তিনি।
এরপরই ফ্রান্সে পাড়ি জমাবেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। সেখানে আগামী ২০ ফেব্রুয়ারি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন জয়শঙ্কর। পরবর্তীতে আগামী ২২ ফেব্রুয়ারি ইইউ মিনিস্ট্রিয়াল ফোরাম ফর কোঅপারেশন ইন ইন্দো-প্যাসিফিক-এও যোগ দিবেন তিনি।
সফরকালে, ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশন্স (আইএফআরআই) এর ইভেন্টে ভাষণ দিতে পারেন জয়শঙ্কর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক