১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আবুধাবির ক্রাউন প্রিন্সের সাথে মোদীর বৈঠক শুক্রবার

আবুধাবির ক্রাউন্স প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করতে চলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তথ্যটি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, “চলতি বছর ভারত নিজেদের স্বাধীনতার ৭৫ বছর এবং আমিরাত নিজেদের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী উদযাপন করছে। আমরা আশা করি, আসন্ন বৈঠকে উভয় নেতা দু দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতি সাধনে স্বীয় দৃষ্টিভঙ্গি ব্যক্ত করবেন।”

জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্বে বিদ্যমান নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করবেন মোদী ও আবুধাবির ক্রাউন্স প্রিন্স। উল্লেখ্য, বিগত এক দশকে কূটনৈতিক, প্রতিরক্ষা, আর্থিক ও বাণিজ্যিক খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ শক্তিশালী হয়েছে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের।

এর আগে ২০১৫, ২০১৮ এবং ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদী। অন্যদিকে, ২০১৬ এবং ২০১৭ সালে ভারত সফরে এসেছিলেন আবুধাবির ক্রাউন্স প্রিন্স। এছাড়া, নভেম্বরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক হয় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের।

উল্লেখ্য, মহামারী শুরু হওয়ার পর থেকেই অর্থনীতির পুনরুদ্ধার এবং ভারত মহাসাগরে শান্তি নিশ্চায়নে একযোগে কাজ করছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। স্বাস্থ্য, চিকিৎসা, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং প্রযুক্তি সহ নানাবিধ খাতে এঁকে অন্যের পাশে দাঁড়িয়েছে দেশ দুটো। তাছাড়া, বহুপাক্ষিক ফোরামগুলোতেও পরস্পরের পাশে থেকেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

এমনকি, আরব আমিরাতের উদ্যোগে আয়োজিত সর্বশেষ দুবাই এক্সপোতেও বৃহত্তম প্যাভিলিয়নের মর্যাদা পায় ভারত প্যাভিলিয়ন। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি এবং সম্প্রসারিত বাণিজ্য চুক্তির বিষয়েও বিস্তর আলোচনা চালিয়ে যাচ্ছে দেশ দুটো।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ভারতীয় বসবাস করেন, যা দু দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের অন্যতম বুনিয়াদ।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আবুধাবির ক্রাউন প্রিন্সের সাথে মোদীর বৈঠক শুক্রবার

প্রকাশ: ০৪:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

আবুধাবির ক্রাউন্স প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করতে চলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তথ্যটি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, “চলতি বছর ভারত নিজেদের স্বাধীনতার ৭৫ বছর এবং আমিরাত নিজেদের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী উদযাপন করছে। আমরা আশা করি, আসন্ন বৈঠকে উভয় নেতা দু দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতি সাধনে স্বীয় দৃষ্টিভঙ্গি ব্যক্ত করবেন।”

জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্বে বিদ্যমান নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করবেন মোদী ও আবুধাবির ক্রাউন্স প্রিন্স। উল্লেখ্য, বিগত এক দশকে কূটনৈতিক, প্রতিরক্ষা, আর্থিক ও বাণিজ্যিক খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ শক্তিশালী হয়েছে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের।

এর আগে ২০১৫, ২০১৮ এবং ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদী। অন্যদিকে, ২০১৬ এবং ২০১৭ সালে ভারত সফরে এসেছিলেন আবুধাবির ক্রাউন্স প্রিন্স। এছাড়া, নভেম্বরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক হয় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের।

উল্লেখ্য, মহামারী শুরু হওয়ার পর থেকেই অর্থনীতির পুনরুদ্ধার এবং ভারত মহাসাগরে শান্তি নিশ্চায়নে একযোগে কাজ করছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। স্বাস্থ্য, চিকিৎসা, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং প্রযুক্তি সহ নানাবিধ খাতে এঁকে অন্যের পাশে দাঁড়িয়েছে দেশ দুটো। তাছাড়া, বহুপাক্ষিক ফোরামগুলোতেও পরস্পরের পাশে থেকেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

এমনকি, আরব আমিরাতের উদ্যোগে আয়োজিত সর্বশেষ দুবাই এক্সপোতেও বৃহত্তম প্যাভিলিয়নের মর্যাদা পায় ভারত প্যাভিলিয়ন। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি এবং সম্প্রসারিত বাণিজ্য চুক্তির বিষয়েও বিস্তর আলোচনা চালিয়ে যাচ্ছে দেশ দুটো।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ভারতীয় বসবাস করেন, যা দু দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের অন্যতম বুনিয়াদ।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক