দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান অবস্থার পর্যালোচনা করতে ৮ম বারের মতো বৈঠকে বসেছে ভারত ও ইতালির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ। গত ১৪ ফেব্রুয়ারি, সোমবার, ইতালির রোমে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে দ্বিপাক্ষিক কূটনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় করেন প্রতিনিধিগণ।
পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত হওয়া যায়। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের নভেম্বরে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ভারত-ইতালী শীর্ষ সম্মেলনের সময় গৃহীত কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়নের অগ্রগতির পর্যালোচনা করতে বৈঠকে বসেছিলো দুই দেশের প্রতিনিধিগণ।
উভয় পক্ষই রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, শক্তি, স্বাস্থ্য, কনস্যুলার এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিদ্যমান অংশীদারিত্ব ও সহযোগিতা পর্যালোচনা করেছে। পাশাপাশি দু দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন প্রতিনিধিগণ।
আলোচনাকালে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের অগ্রগতি ও ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি ও বিনিয়োগ নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়েও মতবিনিময় করেন প্রতিনিধি দলের কর্মকর্তাগণ।
বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) রিনাত সান্ধু এবং ইতালীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈশ্বিক বিষয়ক মহাপরিচালক লুকা সাব্বাতুচি। দু দেশের পররাষ্ট্র কর্তাদের মধ্যে এর আগে সর্বশেষ সশরীর বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো ২০১৯ সালে নয়াদিল্লীতে। শীঘ্রই পরবর্তী বৈঠক আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ঘনিষ্ঠ কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারত ও ইতালির। বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে বহুপাক্ষিক ফোরামগুলোতে প্রায়শই এঁকে অন্যকে সমর্থন করে থাকে দেশ দুটো। জি-২০ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে একসঙ্গে প্রতিনিধিত্ব করছে উভয় রাষ্ট্র।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক