০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৈঠকে ওমান-ভারতের নৌপ্রধান, আলোচনায় সমুদ্রে সহযোগিতা

ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওমানের রয়্যাল নেভির কমান্ডার ইন চীফ (সিআরএনও) রিয়ার অ্যাডমিরাল সাইফ আল-রাহবি। ১৪ ফেব্রুয়ারী, সোমবার, উভয় নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সহযোগিতা আরও বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন দুজনে। পরবর্তীতে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে আজই ভারতে এসেছেন ওমানের রয়্যাল নেভির কমান্ডার ইন চীফ। আগামী ১৮ তারিখ অবধি ভারতে অবস্থান করবেন তিনি। ভারতে পদার্পণ করার পরপরই নয়াদিল্লির সাউথ ব্লক লনে ৫০ নৌ সদস্য কর্তৃক গার্ড অব অনার দেওয়া হয় রিয়ার অ্যাডমিরাল সাইফ আল রাহবিকে।

ভারতে এসে পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথেও সাক্ষাৎ করেছেন ওমানের নৌপ্রধান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সাগর’ (অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা এবং বৃদ্ধি) এর দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তারা।

পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটবার্তায় এই সাক্ষাতের বিস্তারিত তুলে ধরা হয়। প্রসঙ্গত, ওমানের সঙ্গে গভীর কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের এবং বিভিন্ন ইস্যুতে বহুপাক্ষিক ফোরামগুলোতে এঁকে অন্যকে সমর্থন দিয়ে থাকে দেশ দুটো। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), আরব লীগ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) ফোরামে গুরুত্বপূর্ণ মিত্র এই দুটি রাষ্ট্র।

এর আগে চলতি মাসের শুরুতে ওমানের প্রতিরক্ষা দপ্তরের মহাসচিব মোহাম্মদ বিন নাসের বিন আলি আল-জাবির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে। বৈঠককালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেছিলেন দুজনে।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

বৈঠকে ওমান-ভারতের নৌপ্রধান, আলোচনায় সমুদ্রে সহযোগিতা

প্রকাশ: ০৫:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওমানের রয়্যাল নেভির কমান্ডার ইন চীফ (সিআরএনও) রিয়ার অ্যাডমিরাল সাইফ আল-রাহবি। ১৪ ফেব্রুয়ারী, সোমবার, উভয় নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সহযোগিতা আরও বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন দুজনে। পরবর্তীতে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে আজই ভারতে এসেছেন ওমানের রয়্যাল নেভির কমান্ডার ইন চীফ। আগামী ১৮ তারিখ অবধি ভারতে অবস্থান করবেন তিনি। ভারতে পদার্পণ করার পরপরই নয়াদিল্লির সাউথ ব্লক লনে ৫০ নৌ সদস্য কর্তৃক গার্ড অব অনার দেওয়া হয় রিয়ার অ্যাডমিরাল সাইফ আল রাহবিকে।

ভারতে এসে পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথেও সাক্ষাৎ করেছেন ওমানের নৌপ্রধান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সাগর’ (অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা এবং বৃদ্ধি) এর দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তারা।

পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটবার্তায় এই সাক্ষাতের বিস্তারিত তুলে ধরা হয়। প্রসঙ্গত, ওমানের সঙ্গে গভীর কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের এবং বিভিন্ন ইস্যুতে বহুপাক্ষিক ফোরামগুলোতে এঁকে অন্যকে সমর্থন দিয়ে থাকে দেশ দুটো। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), আরব লীগ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) ফোরামে গুরুত্বপূর্ণ মিত্র এই দুটি রাষ্ট্র।

এর আগে চলতি মাসের শুরুতে ওমানের প্রতিরক্ষা দপ্তরের মহাসচিব মোহাম্মদ বিন নাসের বিন আলি আল-জাবির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে। বৈঠককালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেছিলেন দুজনে।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34