ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টেডি লোকসিন জুনিয়ারের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১৪ ফেব্রুয়ারী, সোমবার, ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অনুষ্ঠিত বৈঠকে দু দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান অবস্থা পর্যালোচনা পূর্বক সেটির অগ্রগতি সাধনে মতবিনিময় করেন দুই নেতা। বৈঠকে জাতীয় নিরাপত্তা, দ্বিপাক্ষিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়াদি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।
পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই। সেখানে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হিসেবে আখ্যা দেন তিনি। পাশাপাশি উভয় রাষ্ট্র সম্পর্কের নতুন ধাপে প্রবেশ করেছে বলেও মন্তব্য করেন এই নেতা।
এসময়, টেকসই উন্নতি নিশ্চিতকল্পে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর। পাশাপাশি উষ্ণ অভ্যর্ত্থনা প্রদান করায় ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি অবধি তিনদিনের সফরে প্রথমবারের মতো ফিলিপাইন গিয়েছেন জয়শঙ্কর। সেখানে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।
পাশাপাশি ফিলিপাইন-ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকেও সভাপতিত্ব করবেন তিনি। এছাড়া, বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়াদিতেও ফিলিপাইনের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করবেন জয়শঙ্কর। সফরকালে সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক