০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তঃদেশীয় সন্ত্রাসদমনে একত্রে কাজ করবে ভারত-মালদ্বীপ

আন্তঃদেশীয় সন্ত্রাস মোকাবেলা সহ গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে নিরাপত্তা বাঁড়াতে একত্রে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত ও মালদ্বীপ। গত ১৩ ফেব্রুয়ারী, রবিবার, মালেতে অনুষ্ঠিত দু দেশের মধ্যকার তৃতীয় প্রতিরক্ষা সহযোগিতা সংলাপে এসব আলোচনা করে সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে বিস্তর মতবিনিময় হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে মালদ্বীপে নিযুক্ত ভারতীয় হাইকমিশন। সেখানে তারা লিখেছেন, “ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।”

বৈঠকের পূর্বে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদির সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় প্রতিরক্ষা সচিব। সেখানে বিগত তিন বছরে চলে আসা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারিত করার বিষয়ে বিশদ আলোচনা করেন দুজনে। পাশাপাশি মহামারী চলাকালে খাদ্য, চিকিৎসা, পরিবহন সহ বিভিন্ন খাতে মালদ্বীপকে ভরপুর সহায়তা করায় ভারতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

একই সঙ্গে, মালদ্বীপের সবচেয়ে বেশি ও বড় প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন প্রকল্প ‘কোস্ট গার্ড ডকইয়ার্ড’ প্রকল্পে সহযোগিতা করায় মোদী সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন মারিয়া দিদি। পাল্টা হিসেবে, ভারত-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা সচিব অজয় কুমার।

জানা গিয়েছে, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে অজয় কুমারের বৈঠক চলাকালে আরও উপস্থিত ছিলেন দেশটির মিলিটারি সেক্রেটারি বিজি আব্দুল মতিন আহমেদ, এমএনডিএফ সার্জন জেনারেল সিওএল ডাঃ আলী শহীদ মোহাম্মদ, ডিআইডিসির প্রধান পরিচালক এলটিসি আহমেদ শরীফ এবং মানব পাচার বিরোধী পরিচালক জনাব আলী জাইশান আমির।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে গভীর সখ্যতা রয়েছে ভারত ও মালদ্বীপের মধ্যে। দেশটির অর্থনৈতিক উন্নয়ন সহ সার্বিক প্রগতিতে ব্যাপক ভূমিকা রয়েছে ভারতের। পাশাপাশি দেশটির পর্যটকদের বড় অংশ ভারত থেকেই যেয়ে থাকেন। প্রতিরক্ষা ক্ষেত্রেও এঁকে অপরের সঙ্গে দৃঢ় সম্পর্ক রেখেছে দেশ দুটো। ২০১৬ সালের এপ্রিলে একটি প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করে দেশ দুটো।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আন্তঃদেশীয় সন্ত্রাসদমনে একত্রে কাজ করবে ভারত-মালদ্বীপ

প্রকাশ: ০৫:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

আন্তঃদেশীয় সন্ত্রাস মোকাবেলা সহ গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে নিরাপত্তা বাঁড়াতে একত্রে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত ও মালদ্বীপ। গত ১৩ ফেব্রুয়ারী, রবিবার, মালেতে অনুষ্ঠিত দু দেশের মধ্যকার তৃতীয় প্রতিরক্ষা সহযোগিতা সংলাপে এসব আলোচনা করে সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে বিস্তর মতবিনিময় হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে মালদ্বীপে নিযুক্ত ভারতীয় হাইকমিশন। সেখানে তারা লিখেছেন, “ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।”

বৈঠকের পূর্বে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদির সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় প্রতিরক্ষা সচিব। সেখানে বিগত তিন বছরে চলে আসা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারিত করার বিষয়ে বিশদ আলোচনা করেন দুজনে। পাশাপাশি মহামারী চলাকালে খাদ্য, চিকিৎসা, পরিবহন সহ বিভিন্ন খাতে মালদ্বীপকে ভরপুর সহায়তা করায় ভারতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

একই সঙ্গে, মালদ্বীপের সবচেয়ে বেশি ও বড় প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন প্রকল্প ‘কোস্ট গার্ড ডকইয়ার্ড’ প্রকল্পে সহযোগিতা করায় মোদী সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন মারিয়া দিদি। পাল্টা হিসেবে, ভারত-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা সচিব অজয় কুমার।

জানা গিয়েছে, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে অজয় কুমারের বৈঠক চলাকালে আরও উপস্থিত ছিলেন দেশটির মিলিটারি সেক্রেটারি বিজি আব্দুল মতিন আহমেদ, এমএনডিএফ সার্জন জেনারেল সিওএল ডাঃ আলী শহীদ মোহাম্মদ, ডিআইডিসির প্রধান পরিচালক এলটিসি আহমেদ শরীফ এবং মানব পাচার বিরোধী পরিচালক জনাব আলী জাইশান আমির।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে গভীর সখ্যতা রয়েছে ভারত ও মালদ্বীপের মধ্যে। দেশটির অর্থনৈতিক উন্নয়ন সহ সার্বিক প্রগতিতে ব্যাপক ভূমিকা রয়েছে ভারতের। পাশাপাশি দেশটির পর্যটকদের বড় অংশ ভারত থেকেই যেয়ে থাকেন। প্রতিরক্ষা ক্ষেত্রেও এঁকে অপরের সঙ্গে দৃঢ় সম্পর্ক রেখেছে দেশ দুটো। ২০১৬ সালের এপ্রিলে একটি প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করে দেশ দুটো।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক