সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে তীব্র উদ্বেগ জানানোর পাশাপাশি বহুপাক্ষিক ফোরাম সহ সকল দ্বিপাক্ষিক স্তরে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বাড়ানোর অঙ্গীকার করেছে ভারত ও অস্ট্রেলিয়া। ১২ ফেব্রুয়ারী, শনিবার, অজি পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহবান জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, “আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অজি পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন এবং আমি উভয়েই সন্ত্রাসবাদ ও চরমপন্থা ইস্যুতে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। ধারাবাহিক আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধেও আমাদের উদ্বেগ রয়েছে। এমতাবস্থায় দ্বিপাক্ষিক সকল স্তরে দৃঢ় সহযোগিতা ও অংশীদারিত্ব নিশ্চিতের প্রতি জোর দেবো আমরা।”
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, “আমরা আঞ্চলিক এবং বহুপাক্ষিক সকল বিষয়াদি যা বৈশ্বিক স্তরে গুরুত্বপূর্ণ, সবকিছু নিয়েই কথা বলেছি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দো-প্যাসিফিক অঞ্চল সহ যাবতীয় সকল গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেছি আমরা।”
জয়শঙ্কর বলেন, “ভারত এবং অস্ট্রেলিয়া উদার গণতন্ত্র হিসাবে একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা, সমস্ত দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করার প্রচার করে থাকে। আমরা সকলের উন্নতি ও নিরাপত্তার লক্ষ্যে কাজ করছি।”
এসময়, দু দেশের মধ্যকার মন্ত্রী পর্যায়ে প্রথম সাইবার ফ্রেমওয়ার্ক সংলাপের বিষয়ে অভিজ্ঞ এই কূটনীতিক বলেন, ২০২০ সালের জুনে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে এ বিষয়ে কথা হয়েছিলো এবং সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আমরা ভারত-অস্ট্রেলিয়া ফ্রেমওয়ার্কের মাধ্যমে দ্বিপাক্ষিক সাইবার সহযোগিতার উন্নতিকে স্বাগত জানাই। আমরা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে সাইবার এবং সাইবার-সক্ষম প্রযুক্তি সহযোগিতার ব্যবস্থা করতে বদ্ধপরিকর।”
প্রসঙ্গত, কোয়াড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং অজি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে গত ১০ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়া যান জয়শঙ্কর। আগামী ১৩ তারিখ অবধি সেখানে অবস্থান করবেন তিনি।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক