ভারত ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিক নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে বিশ্বকে জানালেন দেশটির প্রধানমন্ত্রী মোদী। ১১ ফেব্রুয়ারী, শুক্রবার, ফ্রান্স আয়োজিত ওয়ান ওশান সামিটে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান তিনি।
এদিন মোদী বলেন, “বিশ্বব্যাপী স্বাস্থ্যকর এবং টেকসই সমুদ্রের বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং সমর্থন করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংহত করার উদ্দেশ্যে ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যোগ দিতে পেরে আমরা অত্যন্ত খুশি। আপনারা জেনে খুশি হবেন, সম্প্রতি উপকূলীয় এলাকা থেকে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পরিস্কারে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা হাতে নিয়েছে ভারত।”
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, “এখনও অবধি দেশব্যাপী প্রায় তিন লক্ষ যুবক মিলে প্রায় ১৩ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছেন। চলতি বছরে ভারতীয় নৌবাহিনীকে সমুদ্র থেকে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করার জন্য প্রায় ১০০ টি জাহাজ মোতায়েন রাখার নির্দেশনা দেয়া হয়েছে।”
বৈশ্বিক এই সম্মেলনে ভারত সরকারের সুপ্রিমো বলেন, “জাতীয় বিচারব্যবস্থার বাইরেও আমরা জৈব-বৈচিত্র্যকে সর্বোচ্চ গুরুত্ব দিই। তাই চলতি বছরেই একটি আইনগত বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি আশা করি আমরা।”
উল্লেখ্য, সম্মেলনটি আয়োজনে ফ্রান্সকে সহযোগিতা করছে জাতিসংঘ ও বিশ্বব্যাংক। ০৯-১১ ফেব্রুয়ারী অবধি ফ্রান্সের ব্রেস্ট শহরে চলবে এই সম্মেলন। সম্মেলনটির মূল উদ্দেশ্য স্বাস্থ্যকর এবং টেকসই সমুদ্রের বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং সমর্থন করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংহত করা।
শীর্ষ সম্মেলনটিতে আরও অংশ নিবেন, জার্মানি, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা সহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক