১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফোনালাপে ভারত-সৌদির সেনাপ্রধান

সৌদী আরবের রাজকীয় সৌদি ল্যান্ড ফোর্সেসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন আবদুল্লাহ মোহাম্মদ আল-মুতাইরের সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ০৯ ফেব্রুয়ারী, বুধবার, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার নানা ইস্যুতে মতবিনিময় করেন তাঁরা। পরবর্তীতে ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের এক টুইটে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারী মাসে দু দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্কের উন্নতিকল্পে রূপরেখা প্রণয়ন করতে যৌথ কমিটি গঠিত হয়েছিলো। এরপর গত এক দশকে ব্যাপক জোরদার হয়েছে ভারত ও সৌদি আরবের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব।

পরবর্তীতে ২০১৯ সালের অক্টোবরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদী সফরের সময় বেশ কিছু দ্বিপাক্ষিক কৌশলগত চুক্তিতেও সই করে দেশ দুটো। এছাড়া, ২০২০ সালের ডিসেম্বরে সৌদী সফর করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। সেসময়, সৌদী নিরাপত্তা সংস্থাসমূহের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেছিলেন তিনি।

এমনকি, গত বছর ফেব্রুয়ারীতে রাজনৈতিক, কনস্যুলার, হজ্জ্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা, সংস্কৃতি, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত সংলাপের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে ভারত ও সৌদী আরব। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ফোনালাপে ভারত-সৌদির সেনাপ্রধান

প্রকাশ: ০৪:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

সৌদী আরবের রাজকীয় সৌদি ল্যান্ড ফোর্সেসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন আবদুল্লাহ মোহাম্মদ আল-মুতাইরের সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ০৯ ফেব্রুয়ারী, বুধবার, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার নানা ইস্যুতে মতবিনিময় করেন তাঁরা। পরবর্তীতে ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের এক টুইটে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারী মাসে দু দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্কের উন্নতিকল্পে রূপরেখা প্রণয়ন করতে যৌথ কমিটি গঠিত হয়েছিলো। এরপর গত এক দশকে ব্যাপক জোরদার হয়েছে ভারত ও সৌদি আরবের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব।

পরবর্তীতে ২০১৯ সালের অক্টোবরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদী সফরের সময় বেশ কিছু দ্বিপাক্ষিক কৌশলগত চুক্তিতেও সই করে দেশ দুটো। এছাড়া, ২০২০ সালের ডিসেম্বরে সৌদী সফর করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। সেসময়, সৌদী নিরাপত্তা সংস্থাসমূহের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেছিলেন তিনি।

এমনকি, গত বছর ফেব্রুয়ারীতে রাজনৈতিক, কনস্যুলার, হজ্জ্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা, সংস্কৃতি, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত সংলাপের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে ভারত ও সৌদী আরব। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক