ভারতীয় নাগরিকদের ভিসা ফ্রি এন্ট্রি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মালদ্বীপ। মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই এই উদ্যোগের বাস্তবায়ন শুরু করলো দেশটি। গত ০৬ ফেব্রুয়ারী, রবিবার, খবরটি নিশ্চিত করে টুইট করে মালদ্বীপে অবস্থিত ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়, “ভারতীয় ব্যবসায়ীদের ভ্রমণের জন্য মালদ্বীপে ভিসা-মুক্ত প্রবেশ কার্যকর করা হয়েছে।”
এর আগে মালদ্বীপ সরকারের এক বিবৃতিতে বলা হয়, ০১ ফেব্রুয়ারী, ২০২২ থেকে মালদ্বীপ সরকার ভারতীয় নাগরিকদের ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা ফ্রি এন্ট্রি দেয়ার প্রক্রিয়া আরম্ভ করেছে। তবে ভিসা মুক্ত এই সময় হবে অনুর্ধ্ব নব্বই দিন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের জন্য প্রতি ছ মাসে ৯০ দিনের মেয়াদে ভিসা ফ্রী প্রবেশ, অনাবাসী ও ব্যবসায়িক ভিসা দেয়া হবে। অনুমোদিত ব্যবসায়িক ভিসা সহ যেকোনো ভারতীয় নাগরিক এক ক্যালেন্ডার বছরে ১৮০ দিন পর্যন্ত থাকতে পারবেন ভিসা ফ্রী সুবিধার আওতায়।
গত ১৭ ডিসেম্বর, ২০১৮ সালে ভিসা ব্যবস্থার সুবিধা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছিলো দেশ দুটো। সেসময় মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সোলিহর নয়াদিল্লি সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো। এই চুক্তির লক্ষ্য হল দুই দেশের মধ্যে জনগণের বিনিময় ও সম্পর্ক আরও গভীর করা, যাতে মালদ্বীপ ও ভারতের নাগরিকদের পর্যটন, চিকিৎসা, শিক্ষার পাশাপাশি ব্যবসা ও কর্মসংস্থানের জন্য একে অপরের দেশে ভ্রমণ করা সহজ হয়।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক