শ্রীলঙ্কার আসন্ন ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশটিকে বিশেষ উপহারস্বরূপ ১ লক্ষ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট পাঠিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ০৪ ফেব্রুয়ারী, শুক্রবার, শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক টুইটে বলা হয়েছে, “শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস এবং মহামারীতে থেকে উত্তরণে বিশেষ উপহারস্বরূপ ১ লক্ষ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের চালান পাঠিয়েছে ভারত সরকার। আগামীতে আরও বড় সহযোগিতা পাঠানো হবে।”
উল্লেখ্য, মহামারীর শুরু থেকেই অদ্যবধি শ্রীলঙ্কায় নানাবিধ সহযোগিতা পাঠিয়েছে ভারত। এর সর্বশেষ উদাহরণ লক্ষাধিক র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের চালান। গতবছর এপ্রিল-মে মাসেও শ্রীলঙ্কায় প্রায় ২৬ টন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী উপহার পাঠিয়েছিলো ভারত।
তাছাড়া, লঙ্কান রাষ্ট্রপতি গোটবায়া রাজাপাক্ষের জরুরী ত্রাণ পাঠানোর ব্যক্তিগত অনুরোধের প্রতিক্রিয়ায় গত আগস্টে বিপুল পরিমাণ লিকুইড মেডিকেল অক্সিজেন পাঠায় মোদী সরকার। পাশাপাশি আর্থিক মন্দায় থাকা শ্রীলঙ্কার সহযোগিতায় প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিময়ের সুযোগও দেয় ভারত।
একই সঙ্গে, গত ২ ফেব্রুয়ারী, পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের জন্য ৫০০ মিলিয়ন ডলারের ক্রেডিট লাইন চুক্তি করেছে ভারতের রপ্তানী আমদানী ব্যাংক এবং শ্রীলঙ্কান সরকার। সর্বোপরি, লঙ্কান অর্থনীতির চাকা ফিরিয়ে আনতে প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার সহযোগিতায় এগিয়ে আসে ভারত। গতবছর ডিসেম্বরে লঙ্কান অর্থমন্ত্রী বাসিল রাজাপাক্ষের ভারত সফরের সময়ই এ বিষয়ে সামঞ্জস্যপূর্ণ আলোচনার সূত্রপাত হয়েছিলো।
এছাড়াও, ভারত এবং শ্রীলংকার মধ্যে গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান যা বিভিন্ন বহুপাক্ষিক ফোরামেও দেখা যায়।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক