জাতিসংঘের আটটি মিশনে বর্তমানে প্রায় সাড়ে পাঁচ হাজার (৫৪০৪) ভারতীয় শান্তিরক্ষী কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। ০৪ ফেব্রুয়ারী, শুক্রবার, ভারতের লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে দুই সাংসদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
এর মধ্যে, সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় শান্তিরক্ষী দক্ষিণ সুদানে মোতায়েন রয়েছেন বলে জানান অজয়। তাঁর দেয়া তথ্যানুসারে, দক্ষিণ সুদানে রয়েছেন ২৪১০ জন, কঙ্গোতে রয়েছেন ১৯১০ জন, লেবাননে রয়েছেন ৮৬৭ জন, গোলান হাইটসে ১৯৯ জন, আবেই শহরে ০৭ জন, ওয়েস্টার্ন সাহারা অঞ্চলে ০৩ জন, মধ্যপ্রাচ্যে ০২ জন এবং সাইপ্রাসে ০১ জন ভারতীয় শান্তিরক্ষী কর্মরত রয়েছেন। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএনডিপিওতেও পাঁচজন ভারতীয় কর্মী মোতায়েন রয়েছেন বলে জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী।
তাছাড়া, জাতিসংঘ মিশনে নিয়োজিত ভারতীয় সেনারা ভারত সরকার এবং ওভার সিজ অ্যালাউন্স এর তরফে নিয়মিত বেতন-ভাতা পেয়ে থাকেন। তাঁদের যাবতীয় অর্থ প্রদানে কোনো বিলম্ব করা হয়না বলেও জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক